ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম প্রেসক্লাবে স্মরণসভা

মহিউদ্দিন ছিলেন উন্নয়নের বলিষ্ঠ কণ্ঠস্বর ॥ ইকবাল সোবহান

প্রকাশিত: ০৫:৫২, ৪ জানুয়ারি ২০১৮

মহিউদ্দিন ছিলেন উন্নয়নের বলিষ্ঠ কণ্ঠস্বর ॥ ইকবাল সোবহান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের উন্নয়নে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। সৎ এবং অসাম্প্রদায়িক মানুষ মহিউদ্দিন ও চট্টগ্রাম এক এবং অবিচ্ছেদ্য। লালদীঘি মাঠে তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি এবং অশ্রু বিসর্জনই তা প্রমাণ করে। তিনি যেভাবে মানুষকে ভালবেসেছেন মানুষ তার জানাজায় উপস্থিত থেকে তার জানান দিয়েছেন। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এতে আরও ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ও দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। বিএফইউজে সহ সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য দেন তার পুত্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। ইকবাল সোবহান চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টলার বন্ধু, চট্টগ্রামের বন্ধু। ধানম-ির ৩২ নম্বর বাড়ি যেমন দেশের সকলের জন্য অবারিত ছিল ঠিক তেমনি চট্টগ্রামের চশমা হিলও ছিল সাধারণ মানুষের আস্থার ঠিকানা এবং চট্টগ্রামবাসীর লঙ্গরখানা। মহিউদ্দিন চৌধুরীকে সাহসী এবং উদ্যোগী মেয়র আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বেতন ভাতা দিতে না পারা একটি কর্পোরেশনকে তিনি দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিলেন। নগরবাসীর ওপর ট্যাক্স না বাড়িয়ে তিনি কর্পোরেশন পরিচালনা করেছিলেন। এদেশে মেয়র অনেকেই হবেন। কিন্তু মেয়র হানিফ ও মহিউদ্দিন আর কেউ হতে পারবেন না। মহিউদ্দিনের স্মৃতিকে জাগরুক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। বিএফইউজে এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় মহিউদ্দিন চৌধুরীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আরও আলোচনা করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেমুল হক, এম নাসিরুল হক, সুমী বড়ুয়া, মোস্তাক আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, ফারমিক গ্রুপের চেয়ারম্যান ডাঃ আহমেদ রবিন প্রমুখ। মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে লেখা কবিতা পড়েন সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল।
×