ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফোরজি অকশন ১৩ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৫:৫১, ৪ জানুয়ারি ২০১৮

ফোরজি অকশন ১৩ ফেব্রুয়ারি

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দেশে ফোরজি সেবা চালু করতে আগামী ১৩ ফেব্রুয়ারি তিনটি ভিন্ন ব্যান্ডের জন্য অকশন দেবে। আর আগামী ১৪ ফেব্রুয়ারি ফোরজি লাইসেন্স ইস্যু করবে সরকার। নতুন বছরে ফোরজি বা এলটিই সেবা চালু করতে ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে এবং সবা প্রদানে মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনপি) অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, দুইটি নতুন কোম্পানি ফোরজি বা এলটিই লাইসেন্স নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তিনি কোম্পানি দুইটির নাম প্রকাশে অস্বীকার করেন। নতুন বছরে দীর্ঘ প্রতিক্ষিত মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনপি) চালু করার মাধ্যমে যোগাযোগ সেক্টরের আরও একটি উইং সংযুক্ত হতে যাচ্ছে। বিটিআরসি গত ৩০ নবেম্বর এমএনপি যৌথ কোম্পানি ইনফোজিলিয়ন বিডি টেলিটক কনসোর্টিয়ামের কাছে লাইসেন্স হস্তান্তর করে। -অর্থনৈতিক রিপোর্টার
×