ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে, কাঁপছে মানুষ

প্রকাশিত: ০৫:৪৫, ৪ জানুয়ারি ২০১৮

রাজশাহী অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে, কাঁপছে মানুষ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দিনের তাপমাত্রা ক্রমেই হ্রাস পেতে শুরু করায় রাজশাহী অঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। পৌষের শেষ সপ্তাহে রাজশাহীতে হামলে পড়েছে শীত। সকালে ঘন কুয়াশার চাদর ভেদ করে পূর্বাকাশে সূর্য উঁকি দিলেও শীতার্ত মানুষের শরীরে উষ্ণতার পরশ ছড়াতে পারেনি। হিমালয় ছুঁয়ে আসা কনকনে ঠা-া বাতাস কাঁপিয়ে তুলছে পদ্মাপাড়ের ছিন্নমূল মানুষগুলোকে। শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ এখন দুর্বিষহ দিন পার করছেন। হঠাৎ করে শীত বাড়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হচ্ছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে। বিশেষ করে নবজাতক ও বৃদ্ধরা ঠা-াজনিত রোগে বেশি আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
×