ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’১৭ সালে কোথাও যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়নি

প্রকাশিত: ০৫:৪৩, ৪ জানুয়ারি ২০১৮

’১৭ সালে কোথাও যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়নি

স্টাফ রিপোর্টার ॥ সারা বিশ্বে বাণিজ্যিক বিমানের ইতিহাসে সবচেয়ে নিরাপদ বছর ছিল সদ্য শেষ হওয়া ২০১৭। গতবছর বিশ্বজুড়ে কোথাও কোন যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেনি। ডাচ পরামর্শক সংস্থা ‘টু ৭০’ ও এ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক ও দ্য এ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের ভিন্ন ভিন্ন প্রতিবেদনে এ পাওয়া গেছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, আগের চেয়ে বেশি উড়োজাহাজ তৈরি সত্ত্বেও নিরাপদেই কেটেছে ২০১৭ সাল। তবে যাত্রীবাহী বিমানগুলোতে উচ্চমানের নিরাপত্তা স্তর থাকলেও ‘অসাধারণভাবে’ দুর্ঘটনার মাত্রা কম হওয়া ‘সৌভাগ্য’ হিসেবেই সতর্ক করেছে টু ৭০। টু ৭০ ধারণা করছে, ১ কোটি ৬০ লাখ বিমানের মধ্যে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। সংস্থাটির একজন এ্যাড্রিয়ান ইয়ং বলেন, ২০১৭ সালই নিরাপদ বিমান চলাচলের সবচেয়ে নিরাপদ বছর। তবে, বেসামরিক বিমান চলাচল এখনও বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। তিনি লিথিয়াম আয়নযুক্ত ব্যাটারির নতুন প্রযুক্তির দিকে নির্দেশ করে বলেন, এ শিল্পে ব্যবহৃত এ ধরনের ব্যাটারিতে যাত্রাকালীন বিমানে আগুন লাগতে পারে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। যেগুলো এ শিল্পের জন্য প্রধান ঝুঁকির কারণ হতে পারে। এ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক বলছে, গত দুই দশকে বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সংখ্যা কমছে। ২০০৫ সালেও বিশ্বজুড়ে বাণিজ্যিক যাত্রীবাহী বিমানে হাজারের বেশি মানুষ নিহত হতো। তবে অপর একটি প্রতিবেদনে এয়ারলাইন সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, ২০১৭ সালে মোট ১০টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। যাতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। তুলনামূলকভাবে ২০১৬ সালে ১৬টি দুর্ঘটনা ও ৩০৩ জনের প্রাণহানি ঘটেছিল। এই সংস্থাটি বিমান দুর্ঘটনার ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করেছে। এরমধ্যে যেসব বেসামরিক বিমানে অন্তত ১৪ জন যাত্রী পরিবহনের অনুমতি রয়েছে সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৭ সালে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দুর্ঘটনা ছিল জানুয়ারি মাসে তুর্কী কার্গো বিমান কিরগিজস্তানের একটি গ্রামে বিধ্বস্ত হওয়ার ঘটনা। যাতে ৪ জন ক্রু সদস্যসহ ৩৫ জন নিহত হয়। এদিকে এ বছরের শুরুতেই নেচার এয়ার ২০৮ ক্যারাভান বিমান পশ্চিম কোস্টারিকায় বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় নিহত হয় ১২ যাত্রী ও ক্রু সদস্য। তবে কোন প্রতিবেদনেই সামরিক ও হেলিকপ্টার দুর্ঘটনাগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। যার অর্থ বছরের সবচেয়ে বাজে বার্মিজ ওয়াই-৮ সামরিক পরিবহনকারী বিমান দুর্ঘটনার প্রতিবেদনে উল্লেখ নেই। গত জুনে হওয়া এ দুর্ঘটনায় ১২২ জন নিহত হয়েছিল। ওই প্রতিবেদনে অবশ্য ছোটখাটো বিমানেরও উল্লেখ নেই। অবশ্য এ বিষয়ে সুস্পষ্ট কোন অভিযোগও কোন মহল থেকে তোলা হয়নি।
×