ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপি ৫ জানুয়ারি নয়াপল্টনে সমাবেশ করতে চায়

প্রকাশিত: ০৫:৪৩, ৪ জানুয়ারি ২০১৮

বিএনপি ৫ জানুয়ারি নয়াপল্টনে সমাবেশ করতে চায়

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের কাছে অনুমতি দলের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছে বলে বুধবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান। রিজভী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সরকার বিএনপির গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান জানাবে। সমাবেশের অনুমতি দিয়ে বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ করে দেবে। যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়া হয় তাহলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান জানাচ্ছি। রিজভী বলেন, সভা সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকার জোর করে ক্ষমতায় বসার পর থেকে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করে চলেছে। বিএনপিকে সভা সমাবশে বাধা দেয়া হয়েছে বারবার। আপনারা দেখেছেন, ছাত্রদলের সমাবেশে কীভাবে পুলিশ দিয়ে বাধা দেয়া হয়েছে। কিভাবে সমাবেশস্থলের গেটে তালা লাগিয়ে রাখা হয়েছিল। বিএনপি চেয়ারপার্সন এবং এ সময়ের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে দীর্ঘক্ষণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢুকতে দেয়া হয়নি। খালেদা জিয়ার দৃঢ়তায় পুলিশ পিছু হটতে বাধ্য হলে আলোচনা সভাটি দেরিতে হলেও সম্পন্ন হয়। রিজভী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। এখনও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। গণমাধ্যম সূত্রে জানতে পারলাম সেখানে ৫ জানুয়ারি অখ্যাত ও অজানা একটি দলকে নাকি অনেক আগেই জনসভার অনুমতি দেয়া হয়েছে। তাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া সম্ভব না হলে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় তা আয়োজন করতে চায় বিএনপি। রিজভী বলেন, ২০১৫ সাল থেকে ৫ জানয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এ দিবস উপলক্ষে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে না দিয়ে অখ্যাত একটি দলকে সমাবেশ করতে অনুমতি দেয়া হয়েছে যা সত্যিই দুঃখজনক। যে দলটি জনগণের ভোটে বারবার ক্ষমতায় থেকেছে, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, যে দলটির একটি গৌরবময় ইতিহাস রয়েছে, সে দলটির আবেদনকে পাশ কাটিয়ে অনেক আগেই অনুমতি দেয়া হয়েছে বলে পুলিশ যে কথা বলছে সেটি সরকারের হীন পরিকল্পনা বাস্তবায়নের অংশ। এটি সরকারের হিংসাপরায়ণ নীতির একটি অংশ। বুধবার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে থাকা দলের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, খালেদা জিয়াকে নেতৃবৃন্দ থেকে আলাদা করতে পরিকল্পিতভাবে বার বার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর সরকারের নির্দেশে এ হামলা চালাচ্ছে পুলিশ। বুধবার পুলিশী হামলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বেশ ক’জন নেতাকর্মী আহত হয়েছে এবং আটক করা হয়েছে কয়েকজনকে। রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কোন নীলনক্সাই সফল হবে না। জালিয়াতি করে সাজানো মামলায় বিএনপি চেয়ারপার্সনকে হয়রানির উপযুক্ত জবাব একদিন জনগণ ঠিকই দেবে। তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের, দলের নেতা আজিজুল বারী হেলাল প্রমুখ। খালেদার নামে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আজ ছাত্রদলের বিক্ষোভ ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল। বুধবার ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এই কর্মসূচি ঘোষণা করেছেন।
×