ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি দেখতে ঢাকায় প্রতিনিধি দল ॥ আজ কক্সবাজার যাচ্ছে

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেবে ওআইসি

প্রকাশিত: ০৫:৪০, ৪ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেবে ওআইসি

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করবে মুসলিম দেশগুলোর জোট ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। এছাড়া রোহিঙ্গা ইস্যুটি বিভিন্ন বৈশ্বিক ফোরামে তুলে ধরবে সংস্থাটি। ঢাকায় সফররত ওআইসির মানবাধিকার সংস্থার (আইপিএইচআরসি) প্রতিনিধি দলের নেতা ড. রশিদ আল-বালুসি বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার ওআইসির প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি সরেজমিন দেখতে ওআইসির মানবাধিকার সংস্থার ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ সফরে এসেছে। প্রতিনিধি দলটি ৬ জানুয়ারি পর্যন্ত রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। আজ বৃহস্পতিবার প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো দেখতে যাবে। বুধবার সকালে ঢাকায় আসার পরে ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে পৃথক বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে ওআইসির প্রতিনিধি দলের নেতা ড. রশিদ আল-বালুসি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। ড. রশিদ আল-বালুসি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে তাদের বসতভিটায় ফিরিয়ে দিতে হবে। মিয়ানমার যাতে রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করে ফিরিয়ে নেয় এজন্য যথাযথ চাপ প্রয়োগ করবে ওআইসি। এছাড়া একাধিক বৈশ্বিক ফোরামে এরই মধ্যে ওআইসি রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেছে এবং সামনের দিনেও তুলে ধরবে। তিনি আরও বলেন, নির্যাতিত এই জনগোষ্ঠীকে বাংলাদেশ যেভাবে সহযোগিতা করছে তা প্রসংশনীয়। রোহিঙ্গা ইস্যুতে ওআইসি সবসময়েই বাংলাদেশের পক্ষে রয়েছে। এদিকে ওআইসির সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে ওআইসির মানবাধিকার সংস্থা (আইপিএইচআরসি) মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিল। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ ওআইসির প্রতিনিধি দলকে সফরের অনুমতি দেয়নি। তাই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই সফরের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। ওআইসির স্বাধীন স্থায়ী মানবাধিকার সংস্থা এবং মহাসচিবের দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবিক চাহিদা ও অন্যান্য ইস্যু নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। এ প্রতিনিধি দল মহাসচিবের কাছে প্রতিবেদন পেশ করবে। এছাড়া আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও এই প্রতিবেদন উত্থাপন করা হবে। ওআইসি রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন এবং রাখাইন রাজ্যের উত্তেজনার মূল কারণ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সম্প্রতি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের জান্তা বাহিনীর চলমান নির্যাতনের কঠোর নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছে ওআইসি। জাতিসংঘের অধিবেশনেও বিষয়টি তুলে ধরেছে সংস্থাটি। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রাপ্য নাগরিক অধিকার দিয়ে তাদের বসতভিটায় ফিরিয়ে নিতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ওআইসি। গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা জোরালো হওয়ার পর হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ। সব মিলিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশের একাধিক আশ্রয় শিবিরে অবস্থান করছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাষ্ট্র প্রধানরা এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অবহিত করেছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। রাখাইন সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
×