ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে মেয়র গ্রুপের ছাত্রলীগ সভাপতি সম্পাদকসহ ১৪ জনকে আসামি করে মামলা

প্রকাশিত: ০৫:৩২, ৪ জানুয়ারি ২০১৮

বাউফলে মেয়র গ্রুপের ছাত্রলীগ সভাপতি সম্পাদকসহ ১৪ জনকে আসামি করে মামলা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ জানুয়ারি ॥ চীফ হুইপ পুত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগের কর্মিসভা বানচালের চেষ্টা ও গুলি ছোঁড়ার ঘটনায় মেয়র গ্রুপের ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জন এবং অজ্ঞাত আরও ১০ বিরুদ্ধে বুধবার রাতে বাউফল থানায় এজাহার দাখিল করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি (চীফ হুইপ গ্রুপ) মাহমুদুল হাসান রুবেল বাদী হয়ে এজাহারটি দাখিল করেন। জানা গেছে, মঙ্গলবার বিকালে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি গ্রুপের ছাত্রলীগের কর্মিসভা চলাকালে বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রুপের উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক জামসেদের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী ওই বিদ্যালয় মাঠে গিয়ে সভা মঞ্চে উঠে। এ সময় হাসান ও জামসেদ সভার প্রধান অতিথি জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপির পুত্র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রায়হান সাকিবের মাথায় পিস্তল ঠেকিয়ে সভা বানচালের চেষ্টা করেন। তখন নেতাকর্মীরা মারমুখী হয়ে উঠলে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
×