ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হৃদরোগ শনাক্তে এআই

প্রকাশিত: ০৫:১৭, ৪ জানুয়ারি ২০১৮

হৃদরোগ শনাক্তে এআই

ব্রিটেনের অক্সফোর্ড হাসপাতালের গবেষকরা নতুন একটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আবিষ্কার করেছেন, যেটা মানুষের হৃদরোগ ও ফুসফুস ক্যান্সার শনাক্ত করতে পারবে। দ্রুততম সময়ে রোগ শনাক্ত করে মানুষের কোটি কোটি ডলার খরচ বাঁচাবে এটি। আগামী গ্রীষ্মে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) হৃদরোগ শনাক্তের প্রযুক্তি সচরাচর পাওয়া যাবে। তখন থেকে সেখানে বিনাপয়সা হৃদরোগ শনাক্ত করা যাবে। সরকারী স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান স্যার জন বেল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাই বাড়বে এনএইচএসকে বাঁচাতে পারবে। তিনি বলেন, এনএইচএসে প্রতিবছর রোগবিজ্ঞান বিভাগে প্রায় আড়াইশ কোটি ডলার খরচ হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সেই খরচ অর্ধেকে নামিয়ে আনা যাবে। এতে করে এনএসএইচ বহু অর্থ বাঁচাতে পারবে। বর্তমানে হৃদকম্পনের সময়কাল বিবেচনা করে হৃদরোগ বিশেষজ্ঞরা এই রোগ শনাক্ত করতে পারেন। এমনকি ব্রিটেনের সেরা চিকিৎসকরাও প্রতি পাঁচটি রোগীর ক্ষেত্রে একটি ভুল করেন। অনেক ক্ষেত্রে তারা রোগ শনাক্ত করতে ব্যর্থ হয়। ভুলবশত রোগীকে বাড়িতে পাাঠিয়ে দেয়া হয়। তখন রোগীরা হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেন। কখনও কখনও ভুল অস্ত্রোপচারের শিকার হন রোগী। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিখুঁতভাবে রোগ শনাক্ত করা যাবে।-বিবিসি অনলাইন
×