ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিবন্ধন পরিদফতর

নাগরিক সুবিধা বাড়াতেই অধিদফতরে উন্নীত॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৫, ৪ জানুয়ারি ২০১৮

নাগরিক সুবিধা বাড়াতেই অধিদফতরে উন্নীত॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক সুবিধা বাড়াতেই নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করা হয়েছে। নিবন্ধন পরিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে বুধবার এ কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী বলেন, নাগরিক সুবিধা বাড়াতে সরকার সকল জেলা ও উপজেলায় আধুনিক সুবিধা সম্বলিত জেলা রেজিস্ট্রার অফিস ও সাব রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ করছে। ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪৮টি জেলা রেজিস্ট্রার অফিস ভবন ও ২৩৩টি সাব রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৩০৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট ১৪টি জেলা রেজিস্ট্রার অফিস ভবন এবং ২ ও ৩ তলাবিশিষ্ট ৯৮টি সাব রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। তিনি বলেন, নিবন্ধন পরিদফতর ভারত উপমহাদেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান হলেও ২০১৬ সালের পূর্বে এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিশেষ কোন ব্যবস্থা ছিল না। তারই প্রেক্ষিতে ২০১৬ সালের গোড়ার দিকে কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়। তাদের এখন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বিপিএটিসি) মানসম্পন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিদেশেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ সময় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ, নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক আব্দুল মান্নান, যুগ্ম সচিব হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
×