ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি প্রভাষককে এক বছরের জন্য অব্যাহতি

প্রকাশিত: ০৪:২৪, ৪ জানুয়ারি ২০১৮

ঢাবি প্রভাষককে এক বছরের জন্য অব্যাহতি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে নৈতিক স্খলনের দায়ে আগামী এক বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম হতে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগেও একাধিকবার ওই প্রভাষকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার ওই বিভাগের একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মেহতাব খানম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নৈতিক স্খলনের দায়ে আগামী এক বছরের জন্য এই প্রভাষককে সকল একাডেমিক কার্যক্রম হতে অব্যাহতি দেয়া হয়েছে।’ সরকারীকরণের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার ॥ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুষ্টিয়ার কুমারখালী এমএন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণের দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতি। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, লেখক, কবি, সাংবাদিক তথা কুমারখালীবাসী। মানববন্ধনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি আক্তারুজ্জামান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সচিব ও ছাত্র কাজী আখতার হোসেন, কুষ্টিয়া জেলা সমিতির ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল্লাহ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদালয়ের অধ্যাপক ড. সরোয়ার হোসেন, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মহিলা পরিষদ সভাপতি মমতাজ বেগম প্রমুখ।
×