ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন বুয়েটের দুই শিক্ষার্থী

প্রকাশিত: ০৪:২৩, ৪ জানুয়ারি ২০১৮

এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন বুয়েটের দুই শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সর্বোচ্চ ফল অর্জন করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে এ.এফ. মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান করা হয়েছে। এ বছর স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সাজিদ আহমেদ (এম.ফিল), মারিন আক্তার (এম.এসসি)। বুধবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গোল্ড মেডেল, সার্টিফিকেট ও নগদ ত্রিশ হাজার টাকা তুলে দেন। গণিতের প্রতি আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টি, গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রফিক উল্লাহ, এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ রুবি গজনবী। গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
×