ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাঝবয়সে চাকরি হারানোর শঙ্কায় আরইবি মিটার রিডাররা

প্রকাশিত: ০৪:২২, ৪ জানুয়ারি ২০১৮

মাঝবয়সে চাকরি হারানোর শঙ্কায় আরইবি মিটার রিডাররা

স্টাফ রিপোর্টার ॥ মাঝবয়সে এসে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন বিদ্যুত সমিতির মিটার রিডার ও মেসেঞ্জাররা। নয় বছর চাকরির পর আবারও লিখিত পরীক্ষা দিয়ে একই চাকরিতে নিয়োগের শর্তে নতুন আইন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। নতুন আইন করায় বিপাকে পড়েছেন প্রায় ১৪ হাজার মানুষ। এদের সবারই বয়স ৩৫ পেরিয়ে যাওয়ায় অনিশ্চয়তা ঘিরে ধরেছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিটার রিডার ও মেসেঞ্জার পরিষদের আহ্বায়ক কামরুল হাসান বলেন, গত ১৪ ডিসেম্বর পল্লী বিদ্যুতের ৫৮২তম বোর্ড সভায় মিটার রিডার ও মেসেঞ্জার পদ দুটি একীভূত করে মিটার রিডার কাম মেসেঞ্জার করা হয়। তিনি বলেন, দুই পদকে এক করার যৌক্তিক কারণ নেই। বরং এর ফলে কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়বে। আরইবি সূত্রগুলো বলছে আগে নিয়ম অনুযায়ী একজন মিটার রিডার ৯ বছর চাকরির পর অভিজ্ঞতার সনদ নিয়ে অন্য পল্লী বিদ্যুত সমিতিতে যোগদান করা যেত। এখন সেই সুযোগ বন্ধ করে দিয়ে নতুন করে লিখিত পরীক্ষায় মেধাযাচাই এরপর জেলা কোটা সংরক্ষণ করেই চাকরি দেয়ার শর্ত দেয়া হচ্ছে। মিটার রিডাররা বলছেন নতুন করে নিয়োগ পরীক্ষার অর্থ হচ্ছে আর্থিক বাণিজ্য। কেন ৯ বছর চাকরির পর আবার একই চাকরিতে নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রবেশ করতে হবে এমন প্রশ্নও রয়েছে তাদের। রাজধানীতে বহুতল ভবনে আগুন, তদন্ত কমিটি গঠন স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে ১৬ তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এলইডি টিভি থেকে লাগা আগুনে শয়নকক্ষ পুড়ে গেছে। বুধবার বেলা ১২টা ২৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ১২টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ‘শয়নকক্ষের এলইডি টিভির বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়।
×