ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাই আইনের সঠিক প্রয়োগ

প্রকাশিত: ০৪:১২, ৪ জানুয়ারি ২০১৮

চাই আইনের সঠিক প্রয়োগ

বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ও নানা ধরনের অসঙ্গতি থেকেই প্রশ্ন উঠে নাগরিক নিরাপত্তা। চুরি, ডাকাতি এসব তো রয়েছেই পাশাপাশি যুক্ত হয়েছে অপহরণের পর নিখোঁজ হয়ে যাওয়া। ক্ষুদে বার্তা ও টেলিফোনের মাধ্যমে হুমকি-ধমকি নিত্যনতুন ঘটনা। এক মনীষী বলেছিলেন, ‘প্রভাবশালীদের কাছে আইন হলো খোলা আকাশের মতো, গরিবের জন্য আইন হলো মাকড়শার জালের মতো’ বর্তমান বাস্তবতায় কথাটি অনেকটাই সত্য বলে মনে হয়। গত কয়েক বছর ধরে একটি ধর্মান্ধ চরমপন্থী গোষ্ঠী মানুষের মুক্তচিন্তা র চর্চা ব্যাহত করতে অপচেষ্টা চালাচ্ছে। তারা অনেক সময় আইনের আওতায় এলেও নানা আইনের ফাঁক দিয়ে জামিন পেয়ে যায়, বের হয়ে আবার অব্যাহত রাখে তাদের অপতৎপরতা। যা সমাজে বসবাসরত মানুষদের ভাবায়, উদ্বিগ্ন করে। আমার মতে, আমাদের দেশের যে আইনগুলোর মধ্যে সামান্যতম ত্রুটি আছে তার সংশোধন করা দরকার। কেননা পাকিস্তান আমলের অন্যায় অপকর্মগুলোই অপরাধের প্যাটেন্ট চেঞ্জ হয়ে নতুনভাবে শুরু হয়েছে। যার ফলে আইনের ফাঁক গলিয়ে জামিন পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ অপরাধীরা। তাই সন্ত্রাস ও জঙ্গী দমন আইনের যুগোপযোগী সংস্কার করা প্রয়োজন। কারণ একটা অন্যায়, আরেকটি অন্যায়কে ডেকে আনে। বিচারহীনতা থেকেই সৃষ্টি হয় বিদ্রোহ ও জঙ্গীবাদের মতো সন্ত্রাস। তবে এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সন্তোসজনক ভূমিকা দেখতে চাই। কাপাসিয়া, গাজীপুর থেকে
×