ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারের জন্য মনোনীত নজরুল হামিদ

প্রকাশিত: ০৮:৪৩, ৩ জানুয়ারি ২০১৮

‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারের জন্য মনোনীত নজরুল হামিদ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস বাংলাদেশের যুব সমাজের উন্নয়ন তথা যুবকদের সংগঠিত করে তাদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধিতে অভূতপূর্ব অবদান রাখার জন্য এই মনোনয়ন দিয়েছে। ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস সাধারণত গুণগত মানসম্পন্ন উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে কার্যকর উন্নয়নে অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মান প্রদর্শন করে থাকে। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে পুরস্কার প্রদান করা হবে। বিশ্বের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ১২শ’র বেশি নেতা এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওয়ার্ল্ড এইচআরডি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও কর্পোরেট ক্ষেত্রগুলো নিয়ে কাজ করে এবং এসব ক্ষেত্রে উন্নয়নে অবদানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মানিত করে। উল্লেখ্য, পাওয়ার এ্যান্ড এনার্জি হ্যাকাথন, আইডিয়া প্রতিযোগিতা, ইন্টার্নশীপ, তরুণ উদ্যোক্তা সৃজন ও উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে অবদান রেখে বাংলাদেশের যুবকদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জন্য নসরুল হামিদ কাজ করে যাচ্ছেন। ফলপ্রসূ এসব কার্যক্রমের জন্য ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারের জন্য মনোনীত করেছে।
×