ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোটেল সিল

প্রকাশিত: ০৫:৫৭, ৩ জানুয়ারি ২০১৮

হোটেল সিল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের বৃহত্তর বাণিজ্যিক এলাকা ঈদগাও প্রাচীন খাবারের দোকান পুবানি হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট সিলগালা করে দিয়েছে প্রশাসন। খাবারে বিষক্রিয়া পাওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদরের নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্সের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ সিদ্ধান্ত দেয়। অভিযানের খবরে পুবানি হোটেলের মালিক পুলক বাবু পালিয়ে গেছে। ইউএনও নোমান হোসেন প্রিন্স জানান, পুবানি হোটেলের খাবার খেয়ে প্রায় ২৫ ছাত্র অসুস্থ হওয়ার অভিযোগে হোটেলটি সিল করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হোটেল বন্ধ থাকবে। তিনি জানান, এ ঘটনায় পুরো ঈদগাওবাসী উত্তেজিত। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। বিষ প্রয়োগে মাছ লুট নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ জানুয়ারি ॥ বিষ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার চিংড়িসহ বিভিন্ন প্রজাতির ঘেরের মাছ চুরি ও মেরে ফেলা হয়েছে। সোমবার গভীর রাতে মৎস্যচাষী পূর্বমধুখালী গ্রামের ফেরদৌসের এমন সর্বনাশ করা হয়েছে। এ ঘটনায় একই এলাকার নান্নু হাওলাদার, নুর ইসলাম, সোহেল, হারুনসহ ১১ জনের নাম উল্লেখ করে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার মামলা করা হয়েছে। ফেরদৌস জানান, আট একর জমিতে তিনি ঘের করে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেছেন। আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়।
×