ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটক মানবিক মূল্যবোধ জাগ্রত করে ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৫:৫৬, ৩ জানুয়ারি ২০১৮

নাটক মানবিক মূল্যবোধ জাগ্রত করে ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উন্নত সমাজ এবং মানুষের মূল্যবোধ সৃষ্টিতে বিরাট ভূমিকা রাখে নাটক। সকল প্রকার ক্ষুদ্রতা, দীনতা, গ্লানি, তুচ্ছতা, কূপম-ূকতা এবং মৌলবাদ, জঙ্গীবাদসহ অশুভ শক্তির বিরুদ্ধে নাটক জনমত গঠন করে সমাজকে আলোর পথে নিয়ে যায় নাট্যকলা। নাটক মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তমনা ও মানবিক মূল্যবোধসম্পন্ন তারুণ্যের উচ্ছ্বাস। এ জন্য সাংস্কৃতিক অগ্রযাত্রাকে বেগবান করতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের ৩ দিনব্যাপী বার্ষিক নাট্য উৎসব এবং নবনির্মিত উন্মুক্ত মঞ্চ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, এ নাট্যোৎসবে পরিবেশিত নাটকসমূহ দেশে নাট্যচর্চা ও নাট্যকলা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান এবং আলোকিত সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী।
×