ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিকরগাছায় ছিনতাই পুলিশ জড়িত অভিযোগেতোলপাড়

প্রকাশিত: ০৫:৫৫, ৩ জানুয়ারি ২০১৮

ঝিকরগাছায় ছিনতাই পুলিশ জড়িত অভিযোগেতোলপাড়

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় পুলিশ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে ব্যবসায়ীর দশ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুইজনকে আটকও করেছে পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদস্যদের জড়িতের অভিযোগে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা বলছেন, ছিনতাইয়ের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে আসামিদের কেউ পুলিশ সদস্য কি না সেটি তারা এখনও নিশ্চিত নন। দু’দিন ধরে এ ঘটনা নিয়ে তোলপাড় চললেও সংশ্লিষ্টরা এ ব্যাপারে মুখ খুলছে না। সোমবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালি এলাকায় সাদা পোশাকে ছয় ব্যক্তি পুলিশ পরিচয়ে যশোরগামী একটি পিকআপ থামিয়ে তল্লাশির এক পর্যায়ে দশ লাখ টাকা ছিনতাই করে। এসময় স্থানীয় জনতা তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে দুইজনকে আটক দেখানো হয় । এ ঘটনায় শার্শার ছোট আঁচড়া গ্রামের আনছার আলীর ছেলে আবদুর রশিদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার জাহাঙ্গীর সরকারের ছেলে জীবন সরকার, গোপালগঞ্জের কাশিয়ানি থানার ফলসি গ্রামের কাজী আবদুস সালামের ছেলে জহিরুল হক, নীলফামারির সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শাহ আলম ও যশোর সদরের চাঁচড়া মোড় এলাকার হারুন গাজীর ছেলে সুমন।
×