ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬৫ বছর বয়সে ঘর পেলেন রোকেয়া

প্রকাশিত: ০৫:৫৫, ৩ জানুয়ারি ২০১৮

৬৫ বছর বয়সে ঘর পেলেন রোকেয়া

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ জানুয়ারি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সবার জন্য বাসস্থান প্রকল্পের আওতায় ৬৫ বছর বয়সে ঘর পেলেন দেলদুয়ারের রোকেয়া বেওয়া। রোকেয়া বেওয়ার স্বামী সুলতান মিয়া মারা গেছেন প্রায় ৩০ বছর পূর্বে। তাদের একমাত্র মেয়ে শাহানা। শাহানারও স্বামী নেই। সে অন্যের বাড়ি কাজ করে জীবন চালায়। রোকেয়া বেওয়ার মাত্র এক শতক জমি ছিল। স্বামী মারা যাওয়ার পর অন্যের বাড়িতে ছাপড়া ঘরে সারাজীবন কাটিয়েছেন। ভিক্ষা করে জীবন চালান। নিজের ঘরে কখনও ঘুমাবেন ভাবতেই পারেননি। ঘর পেয়ে রোকেয়া বেওয়ার চোখ মুখ এখন ছলছল করছে। হাসি মুখে তিনি বলেন, বাবা যহন মাইনষের কাছে হুনলাম সরকার গরিব মাইনষের জন্য ঘর দিব, তহন উপজেলায় বড় স্যারের (ইউএনও) কাছে যাইয়া আমার অবস্থা কইলাম। স্যার খুব ভাল মানুষ আছাল। হে আমার কষ্ট বুজবার পাইরা কইলো আপনেরে ঘর দিমু। স্যারের দয়ায় আমি ঘর পাইছি। আজ নিজের ঘরে ঘুমামু। কেউ আর আমারে ঘর থিকা বাইর করতে পারব না। ঘরটি তৈরিতে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করা জাঙ্গালিয়া গ্রামের আক্তারুজ্জামান আজাদ বলেন, সদ্য বিদায়ী ইউএনও শাহাদত হোসেন কবিরের দিক নির্দেশনায় শতভাগ স্বচ্ছতার সঙ্গে ঘরটিসম্পন্ন করে দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আব্দুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া প্রথম ধাপে ১৭টি ঘর তৈরি সম্পন্ন করে ঘরের মালিকদের বুঝিয়ে দেয়া হয়েছে। মেঝে পাকা ও টয়লেটসহ প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ টাকা। সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন কবির সার্বক্ষণিক খোঁজ-খবর নিতেন এবং দিক-নির্দেশনা দিতেন। শতভাগ স্বচ্ছতার সঙ্গে আমরা ঘরের কাজসম্পন্ন করে প্রকৃত দরিদ্র ব্যক্তিদের দিয়েছি।
×