ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লার ৮শ’শিক্ষা প্রতিষ্ঠানে মাদকরোধে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৪, ৩ জানুয়ারি ২০১৮

কুমিল্লার ৮শ’শিক্ষা প্রতিষ্ঠানে মাদকরোধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২ জানুয়ারি ॥ কুমিল্লার ৮ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচার, র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় আধা ঘণ্টাব্যাপী জেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক-শিক্ষিকা ও আড়াই লক্ষাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচীতে অংশগ্রহণ করে। জেলা সদরে নগরীর পূবালী চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে এ মাদকবিরোধী প্রচারে জেলাজুড়ে ব্যাপক সাড়া জাগে। কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা নগরীর কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে ব্যানার-ফেস্টুন ও লিফলেট নিয়ে মানববন্ধনে অংশ নেয়। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মসূচীতে কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন-বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন, জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মোঃ মানজুরুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, কুমিল্লা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার প্রমুখ। এছাড়া বিজিবিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ বিষয়ে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ মানজুরুল ইসলাম জানান, মাসব্যাপী মাদকবিরোধী প্রচার ও জনসচেতনতামূলক এ কর্মসূচীতে জেলার ৮ শ’ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
×