ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় সাবেক এমপির বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নির্বাচনে প্রার্থী মনোনয়ন

প্রকাশিত: ০৫:৫৩, ৩ জানুয়ারি ২০১৮

নির্বাচনে প্রার্থী মনোনয়ন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাইয়ে দেয়ার কথা বলে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক এমপি শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় জিডি করেছেন পূর্ণিমাগাতী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলামিন হোসেন। আলামিন ওই নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। আলামিনের অভিযোগ, নির্বাচনের আগে শফিকুল ইসলাম দলের মনোনয়ন এনে দেয়ার কথা বলে তার কাছ থেকে কয়েক দফায় ১৭ লাখ টাকা নেন। দলের মনোনয়ন তাকে না দিয়ে রেজাউল করিম তপনকে দেয়া হলে তিনি সাবেক এমপি শফিকুল ইসলামের কাছে টাকা ফেরত চাইতে গেলে নানা টালবাহানা করে। আলামিন স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই ইউনিয়নের উপনির্বাচনে অংশ নিয়ে তপনকে হারিয়ে চেয়ারম্যান হয়। আলামিন নির্বাচিত হওয়ার পর টাকার ব্যাপারে শফিকুল ইসলামকে চাপ দিলে তাকে নানাভাবে হুমকি দেয়া হয় বলে তিনি অভিযোগ করে উল্লাপাড়া থানায় জিডি করেন। এ বিষয়ে সাবেক এমপি শফিকুল ইসলাম শফি জনকণ্ঠকে মোবাইল ফোনে জানান, টাকার নেয়ার ঘটনা অসত্য। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
×