ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাড়ে তিন মাসেও শেষ হয়নি সাড়ে ৩ কিমি সড়ক সংস্কার

প্রকাশিত: ০৫:৫১, ৩ জানুয়ারি ২০১৮

সাড়ে তিন মাসেও শেষ হয়নি সাড়ে ৩ কিমি সড়ক সংস্কার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ মাত্র তিন কিলোমিটার রাস্তা সংস্কারে সাড়ে তিন মাস পেরিয়ে যাবার পারেও কাজ সম্পন্ন না করে ফেলে রেখেছে। ফলে জনসাধারণের দুর্ভোগ পৌঁছেছে চরমে। অথচও জরুরী ভিত্তিতে নির্মাণে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। সড়কটি চাঁপাইনবাবগঞ্জের রেলষ্টেশন সংলগ্ন প্রথম সিগন্যাল থেকে মহাডাঙ্গা পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বরাদ্দ অর্ধ কোটি টাকার কাছাকাছি। কাজ প্যকেজভুক্ত হবার কারণে ঠিকাদার কাজটি বিক্রি করে দেয়। মালিকানা গ্রহণকারীরা সাধারণ মিস্ত্রি, এদের কোন লাইসেন্স বা অভিজ্ঞতা নেই। ফলে কাজে নেমেই বাধা পায় নি¤œমানের সামগ্রী ব্যবহার করায়। পৌর প্রকৌশল শাখা স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতা নিয়ে কাজ বন্ধ করায় বেকায়দায় পড়ে ঠিকাদার। রেললাইনের ধার ঘেঁষে এই সড়ক নির্মাণে অন্যতম কারণ হচ্ছে মহাডাঙ্গা গ্রামের মরহুম পীর রিয়াজউদ্দীনের মাজার জিয়ারতে সড়কটি ব্যবহার করে।
×