ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে কাজ করছে জঙ্গী ওসমান

প্রকাশিত: ০৫:৪৩, ৩ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে কাজ করছে জঙ্গী ওসমান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা ফেরতের বিষয়ে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সম্পন্ন হওয়া সমঝোতা স্মারক ও গঠিত ওয়ার্কিং কমিটির কার্যক্রম নিরলসভাবে চলছে বলে জানা গেছে। তবে সরকারের এই প্রত্যাবাসন প্রক্রিয়া বানচাল করতে দেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ভীতি সঞ্চার ঘটাচ্ছে কয়েকজন রোহিঙ্গা দালাল। প্রত্যাবাসনবিরোধী একাধিক সংস্থার পক্ষে মোটা অঙ্কের টাকা নিয়ে ওই আরএসও ক্যাডাররা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করছে। মৌলবি ওসমান নামে এক রোহিঙ্গা জঙ্গী রাষ্ট্রদ্রোহ এ কাজের নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। সূত্র জানিয়েছে, মংডুর আন্দাং কুল্লুং বড়ছরা এলাকার বাসিন্দা মৃত নেজাম উদ্দিনের পুত্র রোহিঙ্গা জঙ্গী মৌলবি ওসমান মিয়ানমারের সশস্ত্র জঙ্গী গ্রুপ আল ইয়াকিনের (আরসা) সক্রিয় সদস্য। তার সহোদর ছয় ভাই আরসা সদস্যদের অন্যতম। তারা রোহিঙ্গা অনুপ্রবেশের সঙ্গে নির্যাতিত রোহিঙ্গা দাবি করে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বালুখালী ক্যাম্পে। তারা প্রতিটি ক্যাম্পে আরএসও ক্যাডারদের সঙ্গে যোগাযোগ করে রোহিঙ্গা প্রত্যাবাসনবিরোধী কর্মকা- চালিয়ে যাচ্ছে। জঙ্গী ওসমানের ছয় সহোদর পরিবার পরিজন নিয়ে উখিয়ার বালুখালী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা হিসেবে রয়েছে। এদের মধ্যে তার সহোদর মোঃ ছৈয়দ হোছাইন বালুখালী ক্যাম্পের শেড মাঝি হিসেবে দায়িত্ব পালনের নামে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে না যাবার প্ররোচনা দিচ্ছে। মাস দেড়েক আগে বালুখালী ক্যাম্পে সন্ত্রাসী দু’রোহিঙ্গা গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জঙ্গী ওসমানের এক ভাই মারা যায়। ওই ক্যাম্পের বল খেলার মাঠের পাশে এবং হাকিমপাড়া ক্যাম্পসহ কয়েকটি ক্যাম্পে একাধিক মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করে দিয়েছে ভয়ঙ্কর রোহিঙ্গা জঙ্গী মৌলবি ওসমান। এছাড়াও রোহিঙ্গাদের মধ্যে ফুড প্যাকেট বিতরণ, টয়লেট, শেল্টার হাউস নির্মাণ ও ইমাম-শিক্ষকদের বেতন দেয়ার দায়িত্ব পালন করছে রোহিঙ্গা এ নেতা। ক্যাম্প অভ্যন্তরে নির্মিত ওসব মসজিদ ও মাদ্রাসায় ইমাম ও রোহিঙ্গা শিক্ষকরা রোহিঙ্গাদের স্বদেশে ফিরে না যেতে প্ররোচনা দিচ্ছে। রোহিঙ্গা জঙ্গী মৌলবি ওসমানের এ অপকর্মে সচেতন মহলের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ওই ওসমানকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন। সূত্র জানিয়েছে, প্রশাসনের সদস্যদের পাহারায় রেখে ১২টি আশ্রিত ক্যাম্পে সন্ত্রাসী রোহিঙ্গারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রত্যাবাসনবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আশ্রিতদের মিয়ানমারে ফিরে না যেতে উস্কানি এবং ভয়ভীতি দেখাচ্ছে তারা। মিয়ানমার ওয়ার্কিং কমিটি প্রথমে ৪৫০ জন আরাকানি হিন্দুকে ফেরত নেবে বলে সম্মত হওয়ার বিষয়কে কেন্দ্র করে সন্ত্রাসী রোহিঙ্গারা (আরএসও) বিভিন্ন গুজব ছড়াচ্ছে। প্রতি সপ্তাহে রোহিঙ্গাদের নিয়ে কি কি শলাপরামর্শ করবে এবং শুক্রবারে ক্যাম্পের অভ্যন্তরে মসজিদে জুমার নামাজে খুতবার আগে একযোগে কি বক্তব্য দেয়া হবে, মুঠোফোনে তা নির্ধারণ করে দিচ্ছে রোহিঙ্গা জঙ্গী মৌলবি ওসমান। টাকার লোভে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে চলছে ওই রোহিঙ্গা মৌলবিরা। এ লক্ষ্যে তিনটি দেশের একাধিক ফাউন্ডেশনের কাছ থেকে অঢেল অর্থ যোগান দেয়া হচ্ছে বলে সূত্র আভাস দিয়েছে। সূত্র রামু খুনিয়াপালং পাহাড়ে পাইনবাগান নামের স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠার নামে রোহিঙ্গা কিশোরদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ওই মাদ্রাসার পরিচালক রোহিঙ্গা জঙ্গী মৌলবি ওসমান বলে জানা গেছে। প্রত্যাবাসনবিরোধী কমিটিতে সন্ত্রাসী রোহিঙ্গাদের মধ্যে রয়েছে- মৌলবি নুরুল হক, ইয়াছিন, নজির আহমদ, কামাল, শফি উল্যাহ, ইয়াহিয়া, মাস্টার সোলতান, রশিদুল্লাহ, আনছারুল্লাহ প্রমুখ।
×