ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট গ্রহণের আদেশ আজ

প্রকাশিত: ০৫:৪০, ৩ জানুয়ারি ২০১৮

বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট গ্রহণের আদেশ আজ

স্টাফ রিপোর্টার ॥ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে প্রকাশিত সরকারের গেজেট গ্রহণ করা নিয়ে আদেশের দিন পিছিয়ে আজ বুধবার ধার্য করা হয়েছে। মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর গুলশান, ধানম-ি, রমনা ও উত্তরা থানায় দায়ের করা ৫ মামলার মধ্যে ৩ মামলায় দিলদারসহ আপন জুয়েলার্সের মালিকদের হাইকোর্টের দেয়া জামিনের ওপর আপীল বিভাগের স্থগিতাদেশের মেয়াদ ৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের ১৫ কর্মকর্তা ও ৪৬ ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্টের আপীল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপীল বিভাগ এ আদেশ প্রদান করেছেন। অন্যদিকে সুপ্রীমকোর্ট দিবস উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে প্রকাশিত সরকারের গেজেট গ্রহণ করা নিয়ে আদেশের দিন পিছিয়ে আজ বুধবার ধার্য করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের সুপ্রীমকোর্টের আপীল বিভাগ বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ হয় ১১ ডিসেম্বর। প্রকাশিত ওই গেজেটের বিষয়ে আদালতে মঙ্গলবার শুনানিতে ছিলেনÑ এ্যাটর্নি জেনালের মাহবুবে আলম, বারিস্টার এম আমীর উল ইসলাম ও মনজিল মোরসেদ। মঙ্গলবারের শুনানিতে এ্যাটর্নি জেনারেলের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওই গেজেট গত ১১ ডিসেম্বর প্রকাশ করে সরকার, যা ১৩ ডিসেম্বর এফিডেভিট আকারে আপীল বিভাগে জমা দেয়ার কথা ছিল রাষ্ট্রপক্ষের। কিন্তু একজন বিচারকের অনুপস্থিতিতে সেদিন শুনানি পিছিয়ে যায়, নতুন তারিখ রাখা হয় ২ জানুয়ারি। সে অনুযায়ী মঙ্গলবার নির্ধারিত দিনে বিষয়টি আদালতে উঠলে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এ মামলার জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম এখনও আসেননি। ব্যারিস্টার আমীর পরে আদালতে উপস্থিত হলেও অস্থায়ী প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা সুপ্রীমকোর্ট কোর্ট দিবস উপলক্ষে বিষয়টি শুনানির জন্য আজ বুধবার দিন ঠিক করে দেন। আপন জুয়েলার্সের মালিকদের জামিন ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত ॥ মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর গুলশান, ধানম-ি, রমনা ও উত্তরা থানায় দায়ের করা ৫ মামলার মধ্যে ৩ মামলায় দিলদারসহ আপন জুয়েলার্সের মালিকদের হাইকোর্টের দেয়া জামিনের ওপর আপীল বিভাগের স্থগিতাদেশের মেয়াদ ৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ। একইসঙ্গে ওইদিন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত। মঙ্গলবার এসব আদেশ দেয়া হয়। এর আগে ২১ ডিসেম্বর শুনানিতে আপন জুয়েলার্সের মালিকদের জামিন ২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিলেন আপীল বিভাগের চেম্বার জজ আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুলে আলম। আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। হাওড়ের দুর্নীতি মামলা চলবে ॥ হাওড়ে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের ১৫ কর্মকর্তা ও ৪৬ ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্টের আপীল বিভাগ। ফলে এ মামলা চলতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু ও এএম আমিন উদ্দিন। রক্তদান কর্মসূচী উদ্বোধন ॥ সুপ্রীমকোর্ট দিবস উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা। মঙ্গলবার হাইকোর্ট বিভাগের এ্যানেক্স কোর্ট ভবনের পাশে বেলুন উড়িয়ে এ কর্মসূচী উদ্বোধন করেন তিনি। এ সময় আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
×