ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাসে পেট্রোলবোমা মেরে ৮ যাত্রী হত্যা মামলা

কুমিল্লায় খালেদা জিয়াসহ ৫৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:৩৮, ৩ জানুয়ারি ২০১৮

কুমিল্লায় খালেদা জিয়াসহ ৫৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২ জানুয়ারি ॥ দেশব্যাপী ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রোলবোমায় ৮ যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় কুমিল্লার একটি আদালত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫নং আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক বেগম জয়নব বেগম এ আদেশ দেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসের ভেতরে-বাইরে আগুন জ্বলে ওঠে। আগুনে পুড়ে ঘটনাস্থলে সাত জন এবং হাসপাতালে নেয়ার পর এক জনসহ মোট আটজন যাত্রী মারা যায়। নারকীয় ওই হত্যাযজ্ঞের ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে পরদিন বিশেষ ক্ষমতা আইনে একটি ও বিস্ফোরক আইনে একটিসহ পৃথক দু’টি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় ২ বছর ১ মাস তদন্ত ও পুলিশসহ ৬২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহিম গত বছরের ৬ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার প্রতিটিতে ৭৮ জনকে চার্জশীটভুক্ত করা হয়। এদের মধ্যে উভয় মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করা হয়। এছাড়া চার্জশীটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও দলের ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ, দলের স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, দফতর সম্পাদক এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে হুকুমের আসামি করা হয়। তদন্ত শেষে ওই ২টি চার্জশীটে মামলার এজাহারভুক্ত আট জনকে অব্যাহতি দেয়া হয়। এদের মধ্যে চৌদ্দগ্রামের চান্দিশকরা গ্রামের সাহাব উদ্দিন পাটোয়ারী ‘বন্দুকযুদ্ধে’ ও জগমোহনপুর গ্রামের সোহেল সড়ক দুর্ঘটনায় নিহত হন। এদিকে এ দুটি মামলার চার্জশীটে এজাহার বহির্ভূত বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের আরও ৩০ জন নেতা-কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়। পরে আদালতের নির্দেশে আট যাত্রী হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য কুমিল্লা ডিবিতে স্থানান্তর করা হয়। গত বছরের ১৬ নবেম্বর জেলা ডিবির পুলিশ পরিদর্শক ফিরোজ হোসেন ওই মামলার অধিকতর তদন্ত শেষে বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, মনিরুল হক চৌধুরী, জামায়াত নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত চার্জশীট গ্রহণ করেন। এ মামলায় ২০ জন জামিনে রয়েছেন এবং বেগম খালেদা জিয়াসহ পলাতক ৫৫ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলার অধিকতর তদন্ত কর্মকর্তা ডিবি’র পুলিশ পরিদর্শক ফিরোজ হোসেন জানান, ‘মামলা ও পরবর্তী কার্যক্রমে কিছু ত্রুটি-বিচ্যুতি ও অসঙ্গতি ছিল। তদন্তের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। এ মামলার আসামি বিএনপি নেতা এম কে আনোয়ার মারা যাওয়ায় তার নাম চার্জশীট থেকে বাদ দেয়া হয়।’ বিবাদী পক্ষের আইনজীবী নাজমুস সা’দাত জানান, ‘মঙ্গলবার চার্জশীটের শুনানিকালে জামিনে থাকা মামলার আসামি বিএনপি-জামায়াতের স্থানীয় ২০ নেতা-কর্মী আদালতে উপস্থিত ছিলেন। খালেদা জিয়াসহ কেন্দ্রীয় বিএনপি নেতারা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।’
×