ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিসবেনে মুগুরুজার কষ্টের বিদায়

প্রকাশিত: ০৫:৩৬, ৩ জানুয়ারি ২০১৮

ব্রিসবেনে মুগুরুজার কষ্টের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের দুই নম্বর তারকা হিসেবে গত বছরটা শেষ করেছিলেন। নতুন বছরে নিশ্চিতভাবেই শীর্ষ টেনিস খেলোয়াড় হওয়ার লক্ষ্য থাকাই স্বাভাবিক স্পেনের গারবিন মুগুরুজার। কিন্তু ব্রিসবেন ইন্টারন্যাশনালে এক নম্বর বাছাই হিসেবে নেমেও দুঃখজনক বিদায় ঘটেছে তার। হারটা হয়েছে ফিটনেস সমস্যার কারণে। সার্বিয়ার তারকা আলেক্সান্দ্রা ক্রুনিকের বিরুদ্ধে ম্যাচটি তৃতীয় সেটে গড়ানোর পর তীব্র গরমে খিঁচুনির শিকার হয়ে নিজেকে প্রত্যাহার করে নেন মুগুরুজা। ফলে দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়েছে তার ব্রিসবেনের অভিযান। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়েও এখন শঙ্কায় আছেন এ স্প্যানিশ তরুণী। ব্রিসবেনে মঙ্গলবার ছিল ৩০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা। আর এ গরমেই হাঁসফাঁস পরিস্থিতিতে পড়েন মুগুরুজা। ম্যাচের প্রথম থেকেই তিনি বেশ সমস্যা অনুভব করছিলেন। ক্রুনিকের বিরুদ্ধে প্রথম সেটে জিতলেও তার জন্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে মুগুরুজাকে। শেষ পর্যন্ত ৭-৫ গেমে প্রথম সেট জিতে যান। কিন্তু দ্বিতীয় সেটে আবার চ্যালেঞ্জের মুখে পড়ে শেষ পর্যন্ত টাইব্রেকে সমতায় আসেন ক্রুনিক (৭-৬/৭-৩)। ম্যাচের ফলাফল নির্ধারণী তৃতীয় সেটে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন মুগুরুজা। কিন্তু তীব্র গরমের সঙ্গে ছিল উচ্চমাত্রার আর্দ্রতা। এ কারণে ফিজিওর কাছে চিকিৎসা নেন এ স্প্যানিশ তারকা। কিন্তু আর চালিয়ে যেতে পারেননি খেলা। শেষ পর্যন্ত ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন। এগিয়ে থেকেও দুঃখজনক বিদায় ঘটে বিশ্বের এক নম্বরের। ক্রুনিক সৌভাগ্যের জয়ে উঠে যান শেষ আটে। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে বিশ্বসেরা সিমোনা হ্যালেপকে টপকে শীর্ষস্থান দখলের সুযোগ ছিল মুগুরুজার। কিন্তু সেটি আর হলো না। এখন এই ফিটনেস সমস্যা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে শেষ পর্যন্ত অংশ নিতে পারবেন কিনা মুগুরুজা সেটাও বড় এক শঙ্কা। যদিও তিনি খুব বেশি হতাশ নন। মুগুরুজা বলেন, ‘আমি সন্তুষ্ট, কারণ পয়েন্টের জন্য আমরা খুব ভাল লড়াই করেছি। অনুভব করেছি যে বেশ ভাল পর্যায়ে আছে আমার খেলাটা।’
×