ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোচদের নিয়ে বাফুফের কর্মশালা

প্রকাশিত: ০৫:৩৬, ৩ জানুয়ারি ২০১৮

কোচদের নিয়ে বাফুফের কর্মশালা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী ২২-২৫ জানুয়ারি পর্যন্ত বাফুফে ভবনের কনফারেন্স রুমে এএফসি লাইসেন্সধারী কোচদের নিয়ে ‘কোচেস রিফ্রেশার্স কোর্স’ অনুষ্ঠিত হবে। এই কোর্সে এএফসি ‘সি’, ‘বি’ ও ‘এ’ লাইসেন্সধারী কোচরা অংশ নেবেন। রিফ্রেশার্স কোর্সটি অনুষ্ঠিত হওয়ার সময়সীমা হচ্ছে- এএফসি ‘সি’ লাইসেন্স, গ্রুপ-১ : ২২ জানুয়ারি, এএফসি ‘সি’ লাইসেন্স, গ্রুপ-২ : ২৩ জানুয়ারি, এএফসি ‘বি’ লাইসেন্স, ২৪ জানুয়ারি, এএফসি ‘এ’ লাইসেন্স, ২৫ জানুয়ারি। প্রতিটি কোর্সই চলবে সকাল ১১টা-দুপুর ২টা পর্যন্ত। এছাড়াও এএফসি ‘সি’, ‘বি’ ও ‘এ’ লাইসেন্সধারী প্রত্যেক প্রশিক্ষককে বাফুফের অধীনে তালিকাভুক্ত থাকার জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ বাৎসরিক দুই হাজার টাকা করে নবায়ন ফি বাফুফে হিসাব শাখায় জমা প্রদান করতে হবে। মুম্বাই দাবায় জিয়া-তাহসিনের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠানরত আইআইএফএল ওয়েলথ মুম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৩ খেলায় আড়াই, গ্র্যান্ডমাস্টার জিয়া ২ এবং মাসুম রাহী ও আবুল কাশেম এক পয়েন্ট করে অর্জন করেছেন। তৃতীয় রাউন্ডের খেলায় শাকিল ভারতের কদম নিলিখকে, জিয়া ভারতের ভানখেরে আভিসকারকে এবং কাশেম ভারতের দৃতি মুরগটকে হারান। রাহী ভারতের আন্তর্জাতিক মাস্টার রত্না করণের কাছে হেরে যান। একই সঙ্গে অনুষ্ঠানরত স্কুল দাবায় (অ-১৩) বাংলাদেশের তাহসিন তাজওয়ার জিয়া ৪ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়ে ১৮ জনের সঙ্গে মিলিতভঅবে দ্বিতীয় স্থানে রয়েছে। চতুর্থ রাউন্ডে তাহসিন ভারতের বাগভে গৌরাঙ্গকে হারায়।
×