ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়াকে লজ্জা দিল মেলবোর্নের পিচ!

প্রকাশিত: ০৫:৩০, ৩ জানুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়াকে লজ্জা দিল মেলবোর্নের পিচ!

স্পোর্টস রিপোর্টার ॥ মেলবোর্নে ড্র হওয়া এ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শেষে দু-দলের অধিনায়কই সেখানকার পিচকে বাজে বলে মন্তব্য করেছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাও (আইসিসি) স্বীকৃতি দিয়ে সেটিকে ‘নিম্নমানের’ বলে অভিহিত করল। সবচেয়ে বড় ব্যাপার অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথম কোন টেস্টের পিচের গায়ে এমন কলঙ্ক পড়ল। ম্যাচের শেষ দিনে প্রায় সবার মুখে ছিল একটাই কথা, ‘এ কেমন পিচ!’। ধারাভাষ্যকার থেকে শুরু করে খোদ অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথও ছিলেন ওই দলে। আইসিসি মেলবোর্নের পিচকে বলেছে ‘নিম্নমানের’, একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) কারণ দর্শানোর নোটিসও দেয়া হয়েছে। মেলবোর্নে পাঁচদিনে পড়েছে মোট ২৪ উইকেট। ‘ড্রপ-ইন’ পিচে ম্যাড়মেড়ে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। এ নিয়ে ইংলিশ ক্রিকেটাররা নিজেদের ক্ষোভের কথাও জানিয়েছিলেন। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের নজর এড়ায়নি ব্যাপারটা, ‘পিচে খুব বেশি বাউন্স ছিল না। যত সময় গড়িয়েছে তত শ্লথ হয়েছে পিচ। পাঁচ দিনে একটুও পরিবর্তন হয়নি।’ পিচ রেটিং প্রবর্তনের পর এই প্রথম অস্ট্রেলিয়ার কোন নিম্নমানের বলল আইসিসি। এর আগে প্রমীলা এ্যাশেজ চলার সময় নর্থ সিডনি ওভালের পিচকে ‘বিলো-এ্যাভারেজ’ রেটিং দেয়া হয়েছিল। আগামী দুই সপ্তাহের মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মেলবোর্নের পিচের ব্যাপারে কারণ দর্শানোর নোটিস দিয়েছে আইসিসি। শুনানির দিন ১৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে অস্ট্রেলিয়াকে। পরবর্তী এক বছরের মাঝে আবারও এরকম হলে জরিমানার অঙ্কটা দাঁড়াবে ৩০ হাজার ডলার।
×