ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নববর্ষে রোনাল্ডোর ট্রফি প্রদর্শন

প্রকাশিত: ০৫:২৫, ৩ জানুয়ারি ২০১৮

নববর্ষে রোনাল্ডোর ট্রফি প্রদর্শন

২০১৭ সালটা অসাধারণ কেটেছে সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ব্যক্তিগত ও দলীয় সাফল্যে ছিলেন ভাস্বর। যে কারণে পুরস্কারও জিতেছেন একাধিক। সদ্য বিদায়ী বছরে রিয়ালের হয়ে পাঁচ পাঁচটি শিরোপা জিতেছেন সি আর সেভেন। দারুণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। নতুন বছর ২০১৮ সালের প্রথম দিন সমর্থকদের জন্য সেসব ট্রফি ছাড়াও আগের জেতা ট্রফিগুলো উন্মুক্ত করেন রোনাল্ডো। সোমবার নিজের জেতা এ্যাওয়ার্ডগুলো সামনে নিয়ে তোলা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা। ইনস্টাগ্রামে রোনাল্ডোরপোস্ট করা ছবিতে স্থান পেয়েছে অসংখ্য এ্যাওয়ার্ড। পাঁচটি ব্যালন ডি’অর, চারটি গোল্ডেন স্যু, দুটি দ্য বেস্ট এ্যাওয়ার্ড, তিনটি উয়েফা প্লেয়ার অব দ্য ইয়ার, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার এবং বেস্ট চ্যাম্পিয়ন্স লীগ প্লেয়ার এ্যাওয়ার্ড। ছোটবেলায় পর্তুগালের মাদেইরা ফুটবল খেলা যখন শুরু করেন তখন এমন সফলতা পাবেন সেটি কল্পনাও করেননি বলে জানান রোনাল্ডো। ছবিগুলো দেয়ার পর রোনাল্ডো লিখেন, আমি যখন মাইরেরার রাস্তায় খেলতাম এবং ফুটবলের শীর্ষ পর্যায়ে পৌঁছার স্বপ্ন দেখতাম তখন কল্পনাও করিনি যে একদিন এমন ছবি তুলতে পারব। উল্লেখ্য, রোনাল্ডোর জেতা ব্যক্তিগত এ্যাওয়ার্ড ও দলীয় শিরোপাগুলো তার কাছে থাকে না। এগুলো স্থান পায় তার জন্মভূমি মাদেইরাতে অবস্থিত ব্যক্তিগত মিউজিয়ামে -এএফপি
×