ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩

প্রকাশিত: ০৫:১১, ৩ জানুয়ারি ২০১৮

দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩

স্টাফ রিপোর্টার ॥ হালনাগাদকৃত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে ইসি। এতে বিদ্যমান তালিকার সঙ্গে নতুন ভোটার যোগ হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন। নতুন খসড়া তালিকায় পুরুষ ভোটার যোগ হয়েছে ২১ লাখ ২৩ হাজার ৭৪২ জন। মহিলা ভোটার যোগ হয়েছে ২১ লাখ ৭১ হাজার ১৪৭ জন। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জনে। খসড়া ভোটার তালিকার দাবি, আপত্তি ও সংশোধনীর নিষ্পত্তি শেষে আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটার তালিকার এই খসড়া প্রকাশ করা হয়। খসড়া তালিকায় দেখা গেছে গতবারের হালনাগাদের পুরুষের চেয়ে নারী ভোটার ৪৭ হাজার ৪০৫ জন বেশি বেড়েছে। তবে এবার হালনাগাদে নারী ভোটারের সংখ্যা বেশি হলেও মোট ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে নয় লাখের মতো কম রয়েছে এখনও। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ২০১৭ সালের হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার যোগ হয়েছে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জন। এর আগে ২০১৫ সালের হালনাগাদে নেয়া অগ্রিম সংগৃহীত তথ্য হতে এবার নতুন ভোটার যোগ হয়েছে ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন। সব মিলিয়ে এবারের নতুন ভোটার যোগ হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন। এতে জানানো হয়েছে এবারের হালনাগাদে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তারা জানায়, ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় ২০১৭ বছর জুড়ে ২ লাখ ৭০ হাজার ১৫৮ জন ভোটার হয়েছে। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৫০৬ এবং মহিলা ৭০ হাজার ৬৫২ জন। হালনাগাদের পর মঙ্গলবার পর্যন্ত দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৮৬৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ১৮ জন। এই তালিকা অনুযায়ী পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা ৮ লাখ ৭৩ হাজার ৮৪৭ জন কম। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি আপত্তি নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি ২০১৮ হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কারো ভোটার তালিকা নিয়ে কোন অভিযোগ থাকলে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য ১৭ জানুয়ারি মধ্যে দরখাস্ত করতে হবে। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তসমূহ ২২ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবেন। রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি। এতে আরও উল্লেখ করা হয়েছে খসড়া ভোটার তালিকা সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের (উপজেলা/থানা নির্বাচন) অফিস, রিভাইজিং অথরিটির কার্যালয়, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড অফিস/ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ যেকোন স্থানে প্রকাশিত ভোটার তালিকার খসড়া তালিকা উন্মুক্ত রাখা হবে। দাবি, আপত্তি ও সংশোধনীর দরখাস্তসমূহ নির্ধারিত ফরমে সংশোধনকারী কর্তৃপক্ষকে সম্বোধন করে ১৭ জানুয়ারি ২০১৮ তারিখের মধ্যে দাখিল করতে হবে। দাখিলকৃত দাবি, আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রতিটি উপজেলার ভোটার এলাকার জন্য ক্ষেত্রবিশেষে আঞ্চলিক কর্মকর্তা/সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তা/উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এবং সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারদের এবং কতিপয় বিশেষ এলাকার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)/অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) নিয়োগ করা হয়েছে। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ সম্মেলনে বলেন, ২০১৭ সালের হালনাগাদ এবং ২০১৫ সালে নেয়া পনেরো বছর বয়সীদের নিবন্ধনের তথ্য মিলিয়ে (যারা ১ জানুয়ারি ২০১৮ সালে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন) এই নতুন তালিকা হয়েছে। নতুন ভোটারদের মধ্যে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জনের তথ্য গতবছর এবং ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জনের তথ্য ২০১৫ সালে সংগ্রহ করা হয়। তিনি বলেন, হালনাগাদের আগে দেশে ভোটার ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। বর্তমানে মোট ভোটারের মধ্যে ৫ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৮৬৫ জন পুরুষ এবং ৫ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ১৮ জন নারী । ভোটার তালিকার গরমিলের বিষয়ে বলেন, তালিকা থেকে মৃত কিছু ভোটার কর্তন হয়ে থাকতে পারে। কাগজপত্র দেখে ১০ কোটি ১৪ লাখের তথ্য দিয়েছি। আগের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।
×