ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে ছাত্রলীগের কর্মিসভায় হামলা ॥ গুলি আহত ১০

প্রকাশিত: ০৫:০৭, ৩ জানুয়ারি ২০১৮

বাউফলে ছাত্রলীগের কর্মিসভায় হামলা ॥ গুলি আহত ১০

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ২ জানুয়ারি ॥ সদর ইউনিয়নের বিলবিলাস হাই স্কুল মাঠে চীফ হুইপ আসম ফিরোজ এমপি সমর্থিত ছাত্রলীগের কর্মিসভা চলাকালীন বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামসেদের নেতৃত্বে ২০-২৫ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের এসআইসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিলবিলাস হাই স্কুল মাঠে (সাবেক চেয়ারম্যান নজির উদ্দিনের বাড়ির সামনে) বাউফল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক কর্মিসভা চলছিল। হাবিব উল্লাহর সভাপতিত্বে ওই কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপির ছেলে ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রায়হান সাকিব। এছাড়া উপজেলা পৌর আওয়ামী লীগের ও উপজেলা ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষ দিকে অর্থাৎ সন্ধ্যার কিছু আগে রায়হান সাকিবের বক্তব্যের প্রাক্কালে পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েল সমর্থিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামসেদের নেতৃত্বে ২০-২৫ সন্ত্রাসী সভাস্থলে এসে তার সঙ্গে অশোভন আচরণ করে। একপর্যায়ে পিস্তল বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে বাউফল থানার এসআই আনিসের নেতৃত্বে পুলিশ তাদের কর্মীদের ওপর লাঠিচার্জ ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় বাউফল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লিটু মোল্লার ছেলে ছাত্রলীগ নেতা ইবান ও রাব্বিসহ কমপক্ষে ১০ জন আহত হয়। তবে এ ঘটনার সময় চীফ হুইপ পুত্র রায়হান সাকিব নিরাপদে ছিলেন। এ ব্যাপারে ছাত্রলীগ (মেয়র গ্রুপ) সাধারণ সম্পাদক জামশেদ বলেন, আমি ও ছাত্রলীগ সভাপতি হাসান ভাইসহ কয়েকজন ওই সভাস্থলে গিয়ে রায়হান সাকিবকে বলি এ কর্মিসভা অবৈধ। আপনি চলে যান। এক পর্যায়ে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়লে আমরা চলে আসি। পিস্তল দিয়ে গুলি ছোড়ার ঘটনা সত্য নয়। এ ব্যাপারে বাউফল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে এনেছে। এসআই আনিসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। গজারিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১১ ॥ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, গজারিয়ার বাউশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে উভয় গ্রুপের অন্তত ১১ নেতাকর্মী। প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, চর বাউশিয়া বড় কান্দিতে বাউশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালীন গজারিয়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল ও বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শরীফ প্রধানের সমর্থকরা কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত হয় গজারিয়ার উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইভান ফরাজী, ছাত্রলীগ কর্মী স্বপন মিয়া, নাসির সরকার, সাইদুল ইসলামসহ ১১ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। পরে স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
×