ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন বছরে নতুন স্বপ্ন ওজনিয়াকির

প্রকাশিত: ০৪:২৭, ৩ জানুয়ারি ২০১৮

নতুন বছরে নতুন স্বপ্ন ওজনিয়াকির

আয়ান নূর ॥ বিশ্ব টেনিসের আলোচিত নাম ক্যারোলিন ওজনিয়াকি। গত এক দশকেরও বেশি সময় ধরে টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৭টি ডবিব্লটিএ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পাননি। তবে ব্যর্থতার কারণে কখনোই নুইয়ে পড়েননি ড্যানিশ এই টেনিস তারকা। প্রতিটি টুর্নামেন্টেই নতুন প্রত্যয় নিয়ে কোর্টে নামেন ক্যারোলিন ওজনিয়াকি। চলতি বছরে সপ্তম ফাইনালে এসে পেলেন প্রথম শিরোপা জয়ের স্বাদ। প্যান প্যাসিফিক ওপেন জয়ের পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ইঙ্গিত দিলেন আবারও স্বরূপে ফিরতে মরিয়া তিনি। ২০০৫ সালে কয়েকটি জুনিয়র টুর্নামেন্টে অংশ নেন ড্যানিশ এই টেনিস তারকা। সে বছরেই টেনিস কোর্টে আলো ছড়িয়ে প্রাদপ্রদীপের আলোয় ওঠে আসেন ক্যারোলিন ওজনিয়াকি। তবে সিনিয়র পর্যায়ে বিশ্ব টেনিসপ্রেমীদের নজরে আসেন ২০০৯ সালে। নবম বাছাই হিসেবে ইউএস ওপেনে খেলতে নেমে সেবার ফাইনালে জায়গা করে নেন তিনি। ডেনমার্কের প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্মেলার ফাইনাল খেলার বিস্ময়কর কীর্তি গড়েন তিনি। কিন্তু ফাইনালে বেলজিয়ামের কিম ক্লাইস্টার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে পরের বছরই নতুন কীর্তি গড়েন ডেনমার্কের এই টেনিস তারকা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করে নেন তিনি। টেনিস ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লাম না জয়ের পরও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার বিরল কীর্তি গড়েন ক্যারোলিন ওজনিয়াকি। ২০১০ সালের অক্টোবর থেকে ২০১২ জানুয়ারির মধ্যে ৬৭ সপ্তাহ ছিলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। সেই ড্যানিশ টেনিস তারকা যেন ক্রমেই হারিয়ে যেতে থাকেন। তবে দমে যাননি ২৭ বছরের এই টেনিস তারকা। চলতি মৌসুমে নতুন করে শুরু করেন তিনি। তবে সাফল্যের দেখা পেলেন প্যান প্যাসিফিক ওপেনে এসে। অথচ এর আগে ছয়বার ফাইনাল খেলেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। সবকটির ফাইনালেই লজ্জাজনকভাবে হেরেছেন ডেনমার্কের এই খেলোয়াড়। তবে কখনোই হাল না ছাড়ার পুরস্কার পেলেন রবিবার। দুর্দান্ত খেলেই প্যান প্যাসিফিক ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। ফাইনালে রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজের শোকেসে তুলেন ক্যারোলিন ওজনিয়াকি। ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকি ৬-০ এবং ৭-৫ গেমে পরাজিত করেন পাভলিউচেঙ্কোভাকে। সেসঙ্গে ক্যারিয়ারের ২৬তম শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। গত বছরের অক্টোবরে হংকং ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ওজনিয়াকি। এরপর চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন তিনি। রবিবার চলতি মৌসুমের সপ্তম ফাইনাল খেলতে কোর্টে নামেন তিনি। প্রতিপক্ষ রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালেও বড় দুই তারকাকে হারান ওজনিয়াকি। শেষ চারে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার খেলোয়াড়র স্পেনের গারবিন মুগুরুজাকে হারান তিনি। এর আগে শেষ আটে পরাজিত করেন স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকেও। যে কারণে ফাইনালেও স্বাভাবিকভাবেই হট ফেবারিট হিসেবে কোর্টে নামেন ওজনিয়াকি। কোর্টের লড়াইয়েও দেখা গেল ঠিক তেমনটাই। প্রথম সেটে তৃতীয় বাছাই ৬-০ গেমে উড়িয়ে দেন পাভলিউচেঙ্কোভাকে। প্রতিপক্ষকে হারাতে তার সময় লাগে মাত্র ২২ মিনিট। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রাশিয়ান তারকা পাভলিউচেঙ্কোভা। কিন্তু তারপরও ওজনিয়াকির সঙ্গে পেরে উঠতে পারেননি। ৭৫ মিনিট লড়াই করে পাভলিউচেঙ্কোভাকে পরাজয়ের স্বাদ উপহার দিয়ে চলতি মৌসুমের সপ্তম ফাইনালে এসে জিতলেন প্রথম ট্রফি। প্রায় এক বছর পর প্রথম শিরোপার স্বাদ পেলেন তিনি। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত ওজনিয়াকি। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড় বলেন, ‘চলতি বছরে এটা ছিল আমার দশম ফাইনাল। শিরোপার খুব কাছে এসেও যখন বার বার ব্যর্থ হচ্ছিলাম তখন বিষয়টা খুবই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছিল।’ প্যান প্যাসিফিক ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই কোর্টে নেমেছিলেন ড্যানিশ এই টেনিস তারকা। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ২০১৪ সালে ফাইনালে উঠেও রানার্স-আপের তৃপ্তি নিয়ে কোর্ট ছেড়েছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। এবার যখন শিরোপা উঁচিয়ে ধরেন তখন পুরনো স্মৃতিগুলোও মনে পড়ছিল তার।
×