ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরায় ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৪:২২, ৩ জানুয়ারি ২০১৮

উত্তরায় ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর সংলগ্ন রানাভোলা এলাকায় ফুটপাত থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, ডিএনসিসি এলাকায় যেসব স্থানে অবৈধ স্থাপনা রয়েছে সেসব এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এর আগে ২৬ ডিসেম্বর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএনসিসি। ওই অভিযানে শতাধিক অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। তাছাড়া, অবৈধভাবে স্থাপিত প্রায় ৫০টি শেড ও সিঁড়ি উচ্ছেদ করা হয়। অভিযানে প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা অবৈধ দখল থেকে মুক্ত করা হয়।
×