ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেরিল-ইউএসএ ‘হাসুন প্রাণ খুলে’ ক্যাম্পেন

প্রকাশিত: ০৪:২১, ৩ জানুয়ারি ২০১৮

মেরিল-ইউএসএ ‘হাসুন প্রাণ খুলে’ ক্যাম্পেন

ফেনী সদর হাসপাতালের বারান্দায় একটি ছোট শিশুর কান্নার শব্দে এগিয়ে যায় একজন হাসাপাতাল কর্মী। একটু লক্ষ্য করে বুঝতে পারে যে শিশুটির বাবা-মা তাকে রেখে চলে গেছে। কারণ শিশুটির জন্মগত ঠোঁট কাটা। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে স্থানীয় একটি এনজিও’র মাধ্যমে পৌঁছে দেয় স্মাইল ট্রেইন ইউএসএ’র বাংলাদেশ শাখায়। সেখানে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে শিশুটি ফিরে পায় স্বাভাবিক জীবন। বাংলাদেশে প্রতিবছর ৬ হাজার শিশু ঠোঁট কাটা সমস্যা নিয়ে জন্মায় এবং বর্তমানে দেশের দেড় লাখ মানুষ এই সমস্যায় আক্রান্ত। এ কারণে শ্বাস-প্রশ্বাস, খাদ্য গ্রহণ, কথা বলা এমনকি প্রাণ খুলে হাসতেও অসুবিধা হয়। অধিকাংশ ক্ষেত্রেই সুচিকিৎসায় এই রোগ দূর হলেও ৫০ শতাংশ মানুষ এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এর প্রধান কারণসমূহ হচ্ছে দারিদ্র্য, অবহেলা, কুসংস্কারে বিশ্বাস এবং অপারেশনের ঝামেলা। কিন্তু একটি ছোট্ট অপারেশনই পারে এই সমস্যা দূর করতে। সম্প্রতি বাংলাদেশের প্রায় ৮০ ভাগ মানুষের আস্থার প্রতীক হিসেবে মেরিল ৩০ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে সাধারণ মানুষের মাঝে গর্ভকালীন সচেতনতা বৃদ্ধি ও এর চিকিৎসা সম্পর্কে জানিয়ে সবার মুখে হাসি ফোটানোর লক্ষ্যে মেরিল লিপ কেয়ার ও স্মাইল ট্রেইন ইউএসএ’র যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘হাসুন প্রাণ খুলে’ ক্যাম্পেন। এই ক্যাম্পেনের আওতায় বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে ঠোঁট বা তালু কাটা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×