ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেখামাত্র গুলি না করলে মাদক নির্মূল হবে না ॥ গণশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:২১, ৩ জানুয়ারি ২০১৮

দেখামাত্র গুলি না করলে মাদক নির্মূল হবে না ॥ গণশিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ মাদক নিয়ন্ত্রণ নয়, দরকার নির্মূল। আর মাদক নির্মূলে প্রয়োজন ‘শূট এট সাইট’ (দেখামাত্র গুলি করা)। উন্নত বিশ্বে এটি আছে। লিখে রাখেন আমার মৃত্যুর এক শ’ বছর পরও মাদক নির্মূল সম্ভব হবে না, যদি মাদক নির্মূলের লক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা না যায়। মাদক নির্মূলে এমনই কঠোর পদক্ষেপ নেয়ার কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আমরা স্বাধীনতার পর থেকে অঙ্গীকার করছি মাদকমুক্ত দেশ গড়ব। এখন তো সন্ত্রাস-জঙ্গীবাদের সঙ্গে মাদক হুমকি হিসেবে দেখা দিচ্ছে। যুদ্ধ করলে, চেষ্টা করলে দেশ ও বিশ্ব থেকে একদিন না একদিন জঙ্গীবাদ দমন হয়ে যাবে। কিন্তু মাদক? মাদকের ক্ষেত্রে সমূলে নির্মূল না করলে সম্ভব নয়। শুধু অঙ্গীকার করলেই মাদক নির্মূল হয় না। এক লাখ নিরাময় কেন্দ্র গড়েন। ইউনিয়ন পর্যায়েও নিরাময় কেন্দ্র গড়ে তোলেন। আরও এক লাখ জনবল নিয়োগ দিলেও মাদক নির্মূল সম্ভব নয়। সিদ্ধান্ত বাস্তবায়ন দরকার। গণশিক্ষামন্ত্রী বলেন, মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। আমার তো মনে হয় এ নিয়ে সংসদ ও সংসদের বাইরে ২-৪ মাস আলোচনা হতে পারে। জাতীয়ভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে মাদক থাকবে কি থাকবে না। বলা হোক, ওমুখ তারিখ পর্যন্ত সময় দেয়া হলো, ইমান ঠিক করেন।
×