ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেয়াদ শেষ হওয়া অটোর সময় তিন মাস বাড়ল

প্রকাশিত: ০৪:২১, ৩ জানুয়ারি ২০১৮

মেয়াদ শেষ হওয়া অটোর সময় তিন মাস বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের মতামত দেয়ার আগেই মেয়াদ শেষ হওয়া সিএনজিচালিত অটোরিক্সার লাইফ টাইম তিন মাস বাড়ালো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চলতি সপ্তাহে এ চিঠি বিআরটিএ কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানা গেছে। এদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ অটোরিক্সা শ্রমিক কর্মচারীসহ শ্রমিক নেতারা। তারা বলছেন, কয়েকদফা মেয়াদ বাড়ানোর পর সরকারের এমন সিদ্ধান্ত যাত্রীসহ চালকের জন্য হুমকিস্বরূপ। যে কোন মুহূর্তে অটোরিক্সা দুর্ঘটনা ঘটতে পারে। তারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ গাড়ি বাতিল করে নতুন গাড়ি নামানোর দাবি জানান। জানতে চাইলে ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ বলেন, এই মুহূর্তে আমাদের এই সময়ের প্রয়োজন ছিল। এর মধ্যে বুয়েটের মতামত পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে বিআরটিএ। শ্রমিক নেতা হানিফ খোকন বলেন, সকলের বিরোধিতার মুখে এমন সিদ্ধান্তে আমরা হতবাক ও হতাশ। আশাকরি সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করবে। দ্রুত সময়ের মধ্যে সকল মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দেবে। নেতারা বলছেন, মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া অটোরিক্সার মেয়াদ নতুন করে ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছিল বিআরটিএ। বিআরটিএর এই অনুরোধের পরিপ্রেক্ষিতে যুগ্ম সচিব কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যেসব অটোরিক্সার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে সেসব অটোরিক্সার জন্য মেয়াদ অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে তিন মাস বাড়ানো হলো।
×