ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে ॥ অধ্যাপক কামরুল

প্রকাশিত: ০৪:২০, ৩ জানুয়ারি ২০১৮

দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে ॥ অধ্যাপক কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ও মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বংলাদেশে কোন সাম্প্রদায়িক ও জঙ্গী গোষ্ঠী যেন এদেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে ধর্ম, দল, মত, ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার রয়েছে। কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের বর্তমান প্রশাসন দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করতে বিশ^াসী। সে জন্য এ বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী, দুর্গাপূজা পুনর্মিলনী, বড়দিন পুনর্মিলনী পালন করা হচ্ছে এবং বৌদ্ধ পূর্ণিমা পুনর্মিলনী পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। সকল ধর্ম ও মতের মানুষ মিলেমিশে দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে যেতে হবে। মতবিনিময় সভা ॥ বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, দায়িত্বের সঙ্গে সার্বক্ষণিক সর্বোচ্চ সেবা দিয়ে বিশ্বসেরা চিকিৎসক হতে হবে। অজুহাত দিয়ে দায়িত্বে অবহেলা করা চলবে না। সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার সবটুকু গ্রহণ করে ভাল বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় এ ব্লক অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট শিক্ষার্থীদের (চিকিৎসকদের) জন্য আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। শীতকালীন পিঠা উৎসব ॥ বিএসএমএমইউ ভাইরোলজি বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ ভবনে শীতকালীন পিঠা উৎসব ২০১৮ উদ্যাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শাহিনা তাবাসুসম। -বিজ্ঞপ্তি
×