ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লবণ শিল্পে পটিয়া ইন্দ্রপুলের কারখানাগুলো অবদান রাখছে

প্রকাশিত: ০৪:১২, ৩ জানুয়ারি ২০১৮

লবণ শিল্পে পটিয়া ইন্দ্রপুলের কারখানাগুলো অবদান রাখছে

চট্টগ্রাম লবণ উৎপাদনকারী কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মেহেরুজ্জামান বলেছেন, লবণ শিল্পে পটিয়া ইন্দ্রপুলের কারখানাগুলো অবদান রাখছে। চলতি মৌসুমেও এখানকার শিল্প মালিকরা ভারত থেকে ক্রুট লবণ আমদানি করে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে দেশের মানুষের চাহিদা পূরণ করছে। বর্তমানে ৫০টি কারখানায় লবণ প্রক্রিয়াজাত করে সারাদেশে বাজারজাত করা হচ্ছে। সোমবার বিকেলে পটিয়া ইন্দ্রপুলস্থ কেন্দ্রীয় সমবায় সমিতির মিল ও গুদাম নতুন ভাড়াটিয়ার কাছে হস্তান্তরকালে সমিতির সভাপতি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম লবণ উৎপাদনকারী কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক মোস্তফা সরওয়ার হাসান, ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও লবণ ব্যবসায়ী গাজী মোঃ আয়ুবসহ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -নিজস্ব সংবাদদাতা, পটিয়া
×