ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজারে স্থিতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিকল্প নেই

প্রকাশিত: ০৪:০৭, ৩ জানুয়ারি ২০১৮

বাজারে স্থিতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিকল্প নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের গতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিকল্প নেই। একটি গতিশীল বাজার গড়ে তুলতে পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে বিশেষ করে ভাল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত করতে মার্চেন্টের দায়িত্ব রয়েছে। ডিএসই ও মার্চেন্ট ব্যাংক বাংলাদেশের পুুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুঁজিবাজারের যে কোন সমস্যা সমাধান করা সম্ভব। মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান একথা বলেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। মাজেদুর রহমান বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো বিগত দিনেও পুঁজিবাজারকে গতিশীল করার জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এছাড়াও তিনি নতুন পণ্য আনার ক্ষেত্রে বাজারকে প্রস্তুত করতে যৌথ সেমিনার ও ওয়ার্কশপ করার ব্যাপারে তিনি অভিমত ব্যক্ত করেন। এ সময় মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী বলেন, পুঁজিবাজারে সকলে সকলের পরিচিত। এ সংগঠন শুধু মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন নয় এটি হলো ক্যাপিটাল মার্কেট পার্টিসিপেন্টস। পুঁজিবাজারে সকলের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করা যায় তবে তা পুঁজিবাজারের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি আরও বলেন, বাজারের স্বার্থে বিএমবিএ ডিএসইর সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে। চাহিদা ও সরবরাহের গুরুত্ব বিবেচনা করে বাজারে ভাল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিকে অন্তর্ভুক্ত করে বাজারের গভীরতা বাড়াতে ডিএসই ও বিএমবিএ নিবিড়ভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রস্তাব করেন, বাজেট প্রস্তাব তৈরির সময় পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষ একসঙ্গে মতবিনিময় করে একটি সমন্বিত বাজেট প্রস্তাব পেশ করার। এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মাদ, মোঃ সোহেল আরমান, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., মোঃ আবু বকর, মোহাম্মদ সালেহ আহমেদ, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ রিয়াদ মতিন ও মাহবুব এইচ মজুমদার, একেএম জিয়াউল হাসান খান, প্রধান অর্থ কর্মকর্তা আবদুল মতিন পাটওয়ারী, এফসিএমএ, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ জিয়াউল করিম ও মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।
×