ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:০৭, ৩ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট ৬০৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২৩২ কোটি ৫৯ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৩০ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১০০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪০২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৯১ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় দেখা গেছে, বছরের দ্বিতীয় কার্যদিবসেও সূচক সামান্য বেড়েছে। তালিকাভুক্ত ব্যাংকের দর কমলেও বস্ত্র খাত এবং ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে সার্বিক লেনদেন সোমবারের চেয়ে বেড়েছে মোট ৬২.০১ শতাংশ। অন্যান্য খাতের মধ্যে টেলিযোগাযোগ খাতের ১.৬০ শতাংশ, আর্থিক খাতের ১.৪০ শতাংশ, প্রকৌশল খাতের ১.২০ শতাংশ ও ওষুধ এবং রসায়ন খাতের দশমিক ৪০ শতাংশ দর বেড়েছে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, লাফার্জ সুরমা সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনিক হোটেল, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউব, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক ও গোল্ডেন হার্ভেস্ট। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ড্রাগন সোয়েটার, আরামিট লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, মোজাফফর হোসেন স্পিনিং, শমরিতা হসপিটাল, গোল্ডেন হার্ভেস্ট, ইউনিক হোটেল, বারাকা পাওয়ার, অগ্নি সিস্টেম ও আরএন স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, পদ্মা লাইফ, বেক্সিমকো সিনথেটিক, স্কয়ার টেক্সটাইল, আইসিবি ইসলামী ব্যাংক, নাহি এ্যালুমিনিয়াম, আজিজ পাইপ ও বিডি ওয়েল্ডিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, ডরিন পাওয়ার, প্যারামউন্ট টেক্সটাইল, বেক্সিমকো, ড্রাগন সোয়েটার, পূবালী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, নাহি এ্যালুমিনিয়াম ও কেয়া কসমেটিক।
×