ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ

প্রকাশিত: ০৩:৫৮, ৩ জানুয়ারি ২০১৮

হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ

নতুন বছর ২০১৮ এর শুরু থেকেই হাতির দাঁত এবং এ থেকে তৈরি পণ্যের বেচাকেনা স¤পূর্ণ নিষিদ্ধ করেছে চীন। এতদিন চীন ছিল বিশ্বে হাতির দাঁতের পণ্যের সবচেয়ে বড় বাজারগুলোর অন্যতম। বন্যপ্রাণী রক্ষা আন্দোলনকারীদের হিসেবে, দাঁতের জন্য প্রতি বছর চোরাশিকারীরা অন্তত ৩০ হাজার আফ্রিকান হাতি হত্যা করে। চীনে নিষিদ্ধ হলেও হংকংয়ে এ ব্যবসা নিষিদ্ধ হয়নি। -ওয়েবসাইট মিস আমেরিকার চেয়ারপার্সন ফক্স নিউজের সাবেক নিউজ এ্যাঙ্কর ৫১ বছর বয়সী গ্রেটচেন কার্লসন মিস আমেরিকা সুন্দরী প্রতিযোগিতার চেয়ারপার্সন মনোনীত হয়েছেন। একজন সাবেক মিস আমেরিকা হিসেবে তিনি প্রথম সংস্থাটির প্রথম হলেন। এর আগে ইমেইলে যৌন কেলেঙ্কারীর অভিযোগ নিয়ে সংস্থাটির সাবেক প্রধান পদত্যাগ করেছেন। গ্রেটচেনের নিয়োগের বিষয়টি সোমবার নিশ্চিত করা হয়েছে। সাবেক সিইও স্যাম হ্যাস্কেলের পদত্যাগের এক সপ্তাহ পর তিনি এই পদে নিয়োগ পেলেন। -এএফপি
×