ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রেফতার ৪৫০

ইরানে পুলিশ স্টেশনে হামলা ॥ নিহতের সংখ্যা বেড়ে ১৫

প্রকাশিত: ০৩:৫৫, ৩ জানুয়ারি ২০১৮

ইরানে পুলিশ স্টেশনে হামলা ॥ নিহতের সংখ্যা বেড়ে ১৫

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় ইরানের রাজধানী তেহরানে গত তিন দিনে সাড়ে চারশোরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে দেশটির এক কর্মকর্তা এ কথা জানান। তেহরান শহর গর্বনরের নির্বাহী কর্মকর্তা আলী-আসগর নাসেরবখত বলেন, ‘শনিবার দুইশ লোককে, রবিবার দেড়শ লোককে ও সোমবার প্রায় একশ লোককে গ্রেফতার করা হয়েছে।’ তেহরান ও দেশটির যেসব নগরীর রাজপথে বিক্ষোভ হচ্ছে সেসব নগরীর পরিস্থিতি সম্পূর্ণভাবে পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র রমাজান শরিফের বরাত দিয়ে আল ময়াদীন টিভি চ্যানেলের খবরে একথা বলা হয়। এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর ক্রমেই তা তীব্র আকার ধারণ করছে। সোমবার পঞ্চম দিনের মতো প্রতিবাদ অব্যাহত ছিল বলে বিভিন্ন সংবাদ সংস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। -এএফপি ও তাস
×