ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে টেক্সটাইল কারখানায় অগুনে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৮:১১, ২ জানুয়ারি ২০১৮

সিদ্ধিরগঞ্জে টেক্সটাইল কারখানায় অগুনে ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ২নং ঢাকেশ্বরী এলাকায় ইব্রাহিম কম্পোজিট এ্যান্ড টেক্সটাইল মিলে সোমবার রাত নয়টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ৩টি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ জানায়। রাত ৯টার দিকে আকস্মিকভাবে ইব্রাহিম কম্পোজিট এ্যান্ড টেক্সটাইল মিলের ডাইং সেকশনে আগুন লাগে। পরে আগুন দ্বিতীয় তলার কাপড়ের গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে মিলের শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ৫টি ইউনিট নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
×