ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্যামসাংয়ের ১৫ বিলিয়ন ডলার লাভ

প্রকাশিত: ০৬:০৬, ২ জানুয়ারি ২০১৮

স্যামসাংয়ের ১৫ বিলিয়ন ডলার লাভ

২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বা ১৬ ট্রিলিয়ন কোরিয়ান ওন পরিচালন লাভ হয়েছে স্যামসাংয়ের, এমনটাই উঠে এসেছে ইউনহাপ ইনফোম্যাক্সের গবেষণায়। দক্ষিণ কোরীয় সংবাদ সংস্থা ইয়নহাপ নিউজ এজেন্সির আর্থিক বিভাগ হলো ইউনহাপ ইনফোম্যাক্স। ১৯টি দালালি প্রতিষ্ঠানে জরিপের মাধ্যমে পরিচালন লাভের হিসাব দিয়েছে প্রতিষ্ঠানটি। তথ্যানুসারে এক বছর আগের চেয়ে এই প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন লাভ বেড়েছে ৭৩ শতাংশ। ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকেও ১৪.৫৩ ট্রিলিয়ন ওন পরিচালন লাভের হিসাব দিয়েছে ইলেক্ট্রনিক পণ্যনির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের প্রতিবেদনে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এর আগে নিরাপত্তা প্রতিষ্ঠান ডিবি ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট জানায়, অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে স্যামসাংয়ের পরিচাল লাভ দাঁড়াবে ১৫.৭ ট্রিলিয়ন ওন। -অর্থনৈতিক রিপোর্টার
×