ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজার উন্নয়নে একযোগে কাজ করবে বিএমবিএ

প্রকাশিত: ০৬:০২, ২ জানুয়ারি ২০১৮

বাজার উন্নয়নে একযোগে কাজ করবে বিএমবিএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবগঠিত কমিটি সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছেন। নতুন কমিটি সৌজন্য সাক্ষাতে বাজার উন্নয়নে স্টেকহোল্ডারদের সমন্বয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন, ক্যাপিটাল মার্কেট উন্নয়নে মার্চেন্ট ব্যাংকগুলোর গুরুত্ব অপরিসীম। সামনে বাজারে অনেক চ্যালেঞ্জ আসছে। নতুন নতুন আইন প্রণয়ন করা হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে মার্চেন্ট ব্যাংকগুলোকে কাজ করতে হবে। অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে বাজার উন্নয়নে বিএমবিএকে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মার্কেট মেকার আইন তৈরি করা হয়েছে। কিন্তু এই মার্কেট মেকারের লাইসেন্স নেয়ার জন্য সিকিউরিটিজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর আগ্রহ দেখা যাচ্ছে না। উল্লেখ্য, অনুষ্ঠিত এই বৈঠকে বিএসইসির অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। এছাড়া বিএমবিএর পক্ষ থেকে সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ রিয়াদ মতিন, সদস্য মাহবুব হোসেন মজুমদার, তওহিদ আহমেদ চৌধুরী, মুহাম্মদ হাফিজ উদ্দিন, মোঃ সালেহ আহমেদ, মোঃ সোহেল রহমান এবং মোঃ আবু বকর উপস্থিত ছিলেন।
×