ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বছরের প্রথম দিনে সূচকের সামান্য উত্থান

প্রকাশিত: ০৬:০১, ২ জানুয়ারি ২০১৮

বছরের প্রথম দিনে সূচকের সামান্য উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বছরের প্রথম দিন সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) উত্থানে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই দর হারানোর তালিকায় ব্লু-চিপস কোম্পানিগুলো বেশি ছিল। এর বিপরীতে ছোট মূলধনী কোম্পানির দর কিছুটা বেড়েছে। বিশেষ করে বস্ত্র খাতের কোম্পানিগুলোর চাহিদা বেশি ছিল। তবে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বেশিরভাগেরই পরিচালন মুনাফা বাড়লেও শেয়ার দরে তেমন কোন প্রভাব পড়েনি। উল্টো অধিকাংশ ব্যাংকের দরই কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। জানা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে বড় উত্থান আর বজায় থাকেনি। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বাড়লে ১ পয়েন্ট কমেছে ডিএসই-৩০ সূচক। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। ডিএসইতে আর ৩৭৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৫৪ কোটি টাকা কম। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ড্রাগন সোয়েটার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক ও রূপালী ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ইনটেক, প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও সিভিও পেট্রোকেমিক্যাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : তুং হাই নিটিং, এশিয়া ইন্স্যুরেন্স, নর্দান জুট, বিচ হ্যাচারী, আলিফ ইন্ডাস্ট্রিজ, জনতা ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, সোনালী আঁশ, ডাচ বাংলা ব্যাংক ও বিজিআইসি। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৬, সিএসই-৩০ সূচক ৩৪, সিএসসিএক্স ৫৭ এবং সিএসআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪৬৯, ১৭২৬৯, ১১৭০৬ ও ১২৫৮ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। ডিএসইতে এদিন ৩৪ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন। যা আগের দিন থেকে ১৪৬ কোটি টাকা কম। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সাউথ ইস্ট ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ট্রাস্ট ব্যাংক, বেক্সিমকো, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, এবি ব্যাংক ও ইসলামী ব্যাংক।
×