ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ককপিটে হামিংবার্ড

প্রকাশিত: ০৫:১৫, ২ জানুয়ারি ২০১৮

ককপিটে হামিংবার্ড

বিমানটি মিশিগান থেকে যাবে জর্জিয়ায়। বিমানবন্দর থেকে উড়ালও দিয়েছে। কিন্তু হঠাৎ করে একটা পাখি ঢুকে পড়লো একেবারে ককপিটে। এরপর আর কী করার! গন্তব্যে না গিয়ে ফিরে আসতে হয়েছে। শনিবার ডেল্টা এয়ারলাইন্স তাদের একটি বিমান অপ্রত্যাশিত ফিরে আসার তথ্য জানিয়েছে। ডেট্রয়েট মেট্রো বিমানবন্দর থেকে ফ্লাইট ১৯৪৩ বিমানটি উড়াল দেয়। এরপরই দেখা যায় বিমানের ডেকে একটি ছোট্ট পাখি বসে আছে। পাইলট বলেন, এটা ছিল হামিংবার্ড। পাখিটি এতোই ছোট ছিল যে, প্রথমে সেটা বিমানকর্মীদের চোখে পড়েনি। এমনকি প্রথমে চোখে পড়ার পর সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘণ্টাখানেক খোঁজার পর বিমানটি অবস্থান পরিবর্তন করে। ডেল্টা এয়ারলাইনস জানায়, অতিরিক্ত সতর্কতা ও বড় ধরনের কোন বিপর্যয় থেকে রক্ষা পেতে পাইলট ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিরাপদেই বিমানটি অবতরণ করতে পেরেছে। এরপর পাখিটিকে ককপিট থেকে বের করে মুক্ত করে দেয়া হয়েছে। পরবর্তীতে বিমানটি ফের তার গন্তব্যে রওনা দেয়। -ইউপিআই অনলাইন
×