ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনাঞ্চলের ৮ পাটকলে আজ ২৪ ঘণ্টার ধর্মঘট আহ্বান

প্রকাশিত: ০৫:১৪, ২ জানুয়ারি ২০১৮

খুলনাঞ্চলের ৮ পাটকলে আজ ২৪ ঘণ্টার ধর্মঘট  আহ্বান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ রাষ্ট্রায়ত্ত পাটকলে কর্মরত শ্রমিকদের মজুরি কমিশন গঠনসহ ১১ দফা দাবি আদায়ে খুলনা অঞ্চলের ৮টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সোমবার বিকেলে জেজেআই (যশোর জুট ইন্ডাস্ট্রিজ) মিল গেটে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রাষ্ট্রয়াত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের আহ্বায়ক ও প্লাটিনাম জুট মিলের সিবিএর সভাপতি সরদার মোতাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রিসেন্ট জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, জেজেআই মিলের সিবিএর সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মল্লিক, ইস্টার্ন জুট মিলের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, আলিম জুট মিলের সাধারণ সম্পাদক হামিদ সরদার, ইস্টার্ন জুট মিলের সভাপতি আলাউদ্দিন, স্টার জুট মিলের সভাপতি বেল্লাল মল্লিক, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ক্রিসেন্ট জুট মিলের সভাপতি পান্না মিয়া, আলিম জুট মিলের সভাপতি সাইফুল ইসলাম, দৌলতপুর জুট মিলের সিবিএ’র সভাপতি মোঃ হেমায়েত, খালিশপুর জুট মিলের সভাপতি আলী আহম্মেদ প্রমুখ। সমাবেশে দাবি আদায়ে মঙ্গলবার ২৪ ঘণ্টা মিল বন্ধ রেখে ধর্মঘটের ডাক দেন। খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকদের এই বিক্ষোভ সমাবেশে তিন সহস্রাধিক শ্রমিকরা অংশ নেন।
×