ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী

নাজিম উদ্দিন আলমের বাসভবনে হামলা,অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৫:১৩, ২ জানুয়ারি ২০১৮

নাজিম উদ্দিন আলমের বাসভবনে হামলা,অগ্নিসংযোগ

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সোমবার ভোলার চরফ্যাশন, পাবনা, বরিশাল, ফরিদপুর এবং ময়মনসিংহের ভালুকায় সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া, পটুয়াখালীর বাউফলে তীব্র কোন্দলের কারণে তিনটি পৃথক স্থানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, ভোলার চরফ্যাশনে সোমবার দুপুরে বিএনপির সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বাসভবনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে দুর্বৃত্তরা হামলা করেছে। এ সময় ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়। হামলাকারীরা বাসভবনের জানালার কাঁচ ভাংচুর ও তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া অভিযোগ করেন, থানা পুলিশ থেকে পূর্বানুমতি নিয়ে নাজিম উদ্দিন আলমের বাসভবনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার প্রাক্কালে কয়েক যুবলীগ কর্মী হঠাৎ বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করে এতে ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আসলামী জানান, হামলাকারীরা তার ১টিসহ তিনটি মোটরসাইকেলে আগুন দেয়। যুবলীগ নেতাকর্মীরা এসব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে নাজিম উদ্দিন আলমের প্রতিপক্ষ বিএনপির অপর গ্রুপ এ হামলা করেছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাবনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৩৯ ॥ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে ওঠা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি থামাতে গেলে পুলিশের ওপর ছাত্রদল কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ছাত্রদল কর্মীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হলে লাঠিচার্জ করে। এরপরে ছাত্রদল কর্মীদের বেপরোয়া আক্রমণের মুখে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে ৯ পুলিশ সদস্যসহ অন্তত ৩৯ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ নেতাকর্মীকে আটক করেছে। সোমবার দুপুরে শহরের শহীদ আমিন উদ্দিন রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে ওঠা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারিসহ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় দূরে অবস্থানরত পুলিশ নেতাকর্মীদের শান্ত করতে এগিয়ে গেলে ছাত্রদল কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করলে ছাত্রদল কর্মীরা পুলিশের ওপর বেপরোয়া হামলা চালায়। এ সময় পুলিশ ৭ রাউন্ড টিয়ারশেলসহ ৪১ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে সদর থানার ৯ পুলিশ এবং জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানা, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, এগ্রিকালচার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) মহাসচিব কৃষিবিদ হাসন জাফির তুহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, দফতর সম্পাদক জহুরুল ইসলামসহ অন্তত ৩০ জন আহত হয়। আহত পুলিশ সদস্য ও নেতাকর্মীদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। গুরুতর আহত এ্যাব মহাসচিব কৃষিবিদ হাসন জাফির তুহিনকে বিকেলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা পাঠানো হয়। জেলা বিএনপির নেতারা দাবি করেছেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলিবর্ষণ করলে তাদের ৩০ নেতাকর্মী আহত হয়। বরিশালে হাতাহাতি ॥ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। পরে ঘটনাস্থলে উপস্থিত সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফরিদপুর ॥ পুলিশী বাধার কারণে নির্ধারিত জায়গায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে পারেনি জেলা ছাত্রদল। পরে জায়গা পরিবর্তন করে এ অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসার পথে পুলিশী বাধার মুখে পড়েন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সাংসদ ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ভালুকায় পুলিশের হামলা, আহত ২০ ॥ ভালুকায় সোমবার সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের হামলায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় কিছু প্লাস্টিকের চেয়ার ভাংচুর করা হয়। ঘটনার সময় শটগানের গুলিতে রফিজ নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।
×