ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর দুই মাসের ভিজিডি প্রদান

প্রকাশিত: ০৪:৩২, ২ জানুয়ারি ২০১৮

সংবাদ প্রকাশের পর দুই মাসের ভিজিডি প্রদান

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ জানুয়ারি ॥ দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের পরে ১৩০ নম্বর ভিজিডি কার্ডধারী চৌধুরীপাড়া গ্রামের মাহমুদা বেগমকে দুই মাসের আতপ চাল দেয়া হয়েছে। বাকি আট মাসের চাল এখনও জোটেনি। কিন্তু ছোনখোলা গ্রামের ৪৫ নম্বর কার্ডধারী আকলিমা বেগমের কপালে এক ছটাকও জোটেনি। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান-মেম্বারদের কাছে বহুবার ধর্না দিয়েছেন। কিন্তু কোন সমাধান পাচ্ছেন না। এভাবে প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপ দরিদ্র মানুষের খাদ্য নিরপত্তা বেষ্টনীর কার্যক্রমকে তৃণমূলে বিতর্কিত করা হচ্ছে। প্রতারিত এই দুই পরিবারের নামের চাল লোপাট হয়ে গেল। ভিজিডি চক্র ২০১৭-১৮ এর অনুমোদিত তালিকায় এই দুই নারীর নামে ২০১৭ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চাল উত্তোলন দেখানো হয়েছে। কিন্তু তাদের ঘরে এক ছটাক চালও পৌঁছেনি। রিপোর্ট প্রকাশের পরে দৌড়ঝাপ। একজনে দুই মাসেরটা পেয়েছেন। অন্যজন কিছুই পায়নি। পায়নি কার্ডটি পর্যন্ত। চরম অব্যবস্থাপনা দেখার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতারকে বলা হয়েছিল। কিন্তু কোন প্রতিকার পায়নি তারা।
×