ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোকে টপকে বর্ষসেরা মেসি

প্রকাশিত: ০৪:৩১, ২ জানুয়ারি ২০১৮

রোনাল্ডোকে টপকে বর্ষসেরা মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যক্তিগত লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে গত দুই বছর হারতে হয়েছে লিওনেল মেসিকে। তবে চলমান ২০১৭-১৮ মৌসুমে ঠিকই উজ্জ্বল বার্সিলোনার আর্জেন্টাইন তারকা। ইতোমধ্যে প্রায় সবদিক দিয়েই সি আর সেভেনকে পেছনে ফেলেছেন। তবে গত অর্থাৎ ২০১৬-১৭ মৌসুমে আরেকটি দিক দিয়ে রিয়াল মাদ্রিদ তারকাকে পেছনে ফেলেছেন বার্সা তারকা। ওই মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হন খুদে জাদুকর। যার পুরস্কারও পেয়েছেন। এবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার পাঠকরা ২০১৭ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছেন বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে এ সম্মাননা জিতেছেন খুদে জাদুকর। ২০১৭ সালের শেষ দিন অর্থাৎ রবিবার সেরা হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। পুরস্কারের জন্য দলীয় পারফর্মেন্স নয়, ব্যক্তিগত পারফর্মেন্সেরই মূল্যায়ন করেছেন মার্কার পাঠকরা। আর তাই মেসিকেই বর্ষসেরা হিসেবে নির্বাচিত করেছেন তারা। রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৭ সালে রেকর্ড পাঁচ পাঁচটি শিরোপা জিতেছেন রোনাল্ডো। যে কারণে ফিফার দ্য বেস্ট এবং ব্যালন ডি’অর জিতে নেন পর্তুগীজ সুপারস্টার। তবে মার্কা ব্যক্তিগত নৈপুণ্যকে স্বীকৃতি দিয়ে মেসিকে সেরা হিসেবে বেছে নিয়েছে। মার্কার ভোটাভুটিতে ২০১৭ সালের শীর্ষ ১০০ খেলোয়াড়ের তালিকা করা হয়। সবচেয়ে বেশি ভোট পেয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি। গত মৌসুমে দলীয় বিবেচনায় বার্সিলোনার হয়ে বাজে সময় পার করেছেন আর্জেন্টাইন তারকা। তবে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন। ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় ৩৭ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন স্যু এবং পিচিচি এ্যাওয়ার্ড জয় করেন মেসি। সবমিলিয়ে ২০১৭ সালে ৫৪টি গোল করেন এবং ১৯টি এ্যাসিস্ট করেন। দারুণ নৈপুণ্যের কারণেই মার্কার পাঠকরা মেসিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন। যে কারণে ২০১৭ সালের শেষটা দারুণ হয়েছে মেসির।
×